Breaking News
Home / ইসলামিক নিউজ / সংবর্ধনা প্রদানে ইসলামের শিক্ষা

সংবর্ধনা প্রদানে ইসলামের শিক্ষা

(বিডি২৪ডটকম)

সংবর্ধনা অনষ্ঠানে ইসলামের শিক্ষা

দুটো ঘঠনাতেই লক্ষ্য করুন! সাফ বিজয়ীরা যখন দেশে এসেছিলো তাদের খুব জাকজমক পূর্ণ সংবর্ধনা দেওয়া হয়েছিলো,

 

সংবর্ধনা দিতে গিয়ে এক মেয়ের মাথা ফেঁটে হাসপাতালে যেতে হয়েছিলো!

মাথা ফেটে হাসপাতাল

আরেকজনের এয়ারপোর্ট থে টাকা ও কাপড় হয়ে গিয়েছিলো।

এয়ারপোর্টে চুরি
উপরের ছবিটা দেখা যাচ্ছে এয়ারপোর্টে সংবর্ধনা অনুষ্ঠানে চুরি করার প্রমাণ

(এয়ারপোর্ট থেকে যাত্রীদের বিভিন্ন জিনিসপত্র চুরি করা তাদের নিত্য দিনের অভ্যাস। এখানে বিমান সংশ্লিষ্ট সকলেরই ব্যর্থতা)

যারা তাদের পিছনে অক্লান্ত পরিশ্রম করে তাদের জয়ের পথ সহজ করে দিয়েছিলো, সংবর্ধনা অনুষ্টানে তাদের একটু ার জায়গাও হলোনা, পুরো সময়টা দাড়িয়ে কাটাতে হয়েছে।

ওরা তাদের সকলকে এভাবেই প্রতিদান দিয়েছে! 🤦‍♂️

 

অপরদিকে! বিশ্বজয়ী হাফেজ তাকরিমও যখন দেশে এসেছে তাকেও একদল আলেম সমাজ ও সাধারন মুসলমান সংবর্ধনা দিয়েছে। আলহামদুলিল্লাহ কারো মাথা ফাঁটে নাই।

 

তাকরীম সহ সংশ্লিষ্ট সকলেই পেয়েছেন।

 

এটাই ইসলামের শিক্ষা!

আর এটাই প্রকৃত মুসলমান আর ওদের মধ্যে পার্থক্য।

 

আল্লাহ সকলকে দ্বীনের পথে আসার তৌফিক দান করুন।

লিখেছেন  Azizul Hauqe Boshir     আবাবিল ট্যাকনিকাল ইনিস্টিটিউট 
আরো পড়ুনঃ👇

সংস্কৃতি বনাম অপসংস্কৃতি,জালিমের জুলুমের আলোচনা গীবত নয়,আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

তোহ্ফায়ে সুন্নাহ্

এস্তেঞ্জার আদব ও সুন্নতসমূহ   ১. এস্তেঞ্জাখানায় প্রবেশের পূর্বে বিসমিল্লাহ বলে মাথা ঢেকে নেয়া। (মুসান্নাফে …

Powered by

Hosted By ShareWebHost