(মুসলিমবিডি২৪ডটকম)

প্রশ্ন
আমাদের গ্রামের এক চাষী, তার পালিত গাভীর তৃতীয়বার বাচ্চা দেওয়ার পর,
দুধ খাওয়া শেষে সেটিকে আটরশির মাজারে দিয়ে দেওয়ার মান্নত করেছেন।
এক ব্যক্তি তাকে বুঝিয়েছেন, সেখানে দিলে তোমার কোন লাভ হবে না। তোমার মান্নত পূর্ণ হবে না।
তার চেয়ে গাভিটি বিক্রি করে তার মূল্য মসজিদে নির্মাণ কাজে দিয়ে দাও। কিন্তু সে তাতে সম্মত হয়নি।
পরবর্তীতে তার শর্ত অনুযায়ী তৃতীয়বার বাচ্চা দেওয়ার পর দুধ পান শেষে গাভীটি মারা যায়।
এখন তার এই মাননত কিভাবে আদায় করবে?
উত্তর
মাজারে কোন কিছু দেওয়া নাজায়েজ ও শিরক। তাই এমন মান্নত করলে সেটি মান্নত-ই হয় না। বরং তা পূর্ণ না করাই জরুরি।
স্মরণ রাখা দরকার! মান্নাত হচ্ছে একটি ইবাদত তা কেবল আল্লাহ তাআলার নামে-ই করা যায়।
আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেমন: পীরের নামে, মাজারের নামে, মান্নত করা শিরিকের অন্তর্ভুক্ত।
হাদিস শরীফে ইরশাদ হয়েছে
অর্থাৎ কেউ ভালো কাজের মান্নত করলে পূর্ণ করে, আর কেউ যদি গুনাহের কাজের মান্নত করে তা যেন পূর্ণ না করে। (সহি বুখারী হাদিস নম্বর ৬৪৯৬)
সুতরাং ওই ব্যক্তি যেহেতু গুনাহের মান্নত করেছে, সেজন্য তাকে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হইবে।
এবং ভবিষ্যতে এমন কাজ না করা থেকে বিরত থাকতে হইবে।
সূত্র মাসিক আল কাউসার।
মসজিদের জন্য মান্নত করার হুকুম, মাজারে গরু ছাগল নিয়ে যাওয়া, কাফেরদের অনুসরণে আল্লাহর গজব
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

