(মুসলিমবিডি২৪ডটকম)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা
হযরত আয়েশা সিদ্দিকা রাঃ বলেন, অন্তিম মুহূর্তের মধ্যেও রাসূল সাঃ কখনো কখনো চেহারা মোবারক হতে চাদর সরিয়ে বলতেন,
ইহুদী-খ্রিস্টানদের উপর আল্লাহ পাকের অভিসম্পাত এই জন্য এসে ছিল যে, তারা তাদের নবীদের কবরকে সেজদা স্থান বানিয়ে ছিল।
এটা এইজন্য বলেছিলেন, মুসলমানরা যেন তা থেকে দূরে থাকে। কিন্তু আফসোস! নবী কারীম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম জীবনের অন্তিম মুহূর্তে
যে জিনিস থেকে সাবধান করে গেলেন সেটিও আজ মুসলমানগণ ত্যাগ করেনি। তারা পীর বুজুর্গদের কবর এবং মাজারকে সেজদার স্থান বানিয়ে নিয়েছে।
হযরত আয়েশা সিদ্দিকা রাঃ বলেন, মৃত্যু ঘনিয়ে এলে নবী করীম সা ছাদের দিকে তাকাচ্ছিলেন আর এই দোয়া করেছিলেন,
অর্থাৎ (হে আল্লাহ আমি ঊর্ধ্ব জগতের বন্ধুকে পছন্দ করি) কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে, রাসূল সাঃ এর অন্তিম মুহূর্তে মুখে এ কালেমা জারি ছিল
صلوة صلوة ‘নামাজ নামাজ’ যে পর্যন্ত তার গলার শব্দ শোনা যাচ্ছিল এ শব্দগুলোই উচ্চারিত হচ্ছিল।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

