Breaking News
Home / রোজা / রমজানের অবতীর্ণ রহমতসমূহ

রমজানের অবতীর্ণ রহমতসমূহ

রামজানে অবতীর্ণ রহমত সমূহ

(মুসলিম বিডি২৪.ডটকম)

রমজানের অবতীর্ণ রহমতসমূহ   এবাদত ও নেক কাজ দিগুণ করে।

২” বেহেশতের দরওয়াজা খুলে দেওয়া ও দোযখের দরওয়াজা বন্ধ রাখা।
৩/ সমূদয় শয়তান বন্দী হয়।
৪/ আসন ও জমিনের সমস্ত ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে।
৫/ রোজাদারের বৃদ্ধি করে দেয়া হয়।
৬/ রোযাদারের ধন – সম্পদ রহমত দ্বারা বৃদ্ধি প্রাপ্ত হয়।
৭/ খাওয়া _ দাওয়া এ মাসের রহমতের উসিলায় এবাদত হিসেবে গন্য হয়।
৮/ রমজানের প্রত্যেক রাত্রে সাত লক্ষ্য গারকে জাহান্নাম হতে মুক্তি দেয়া হয়।
৯ / রমজানের প্রত্যেক শুক্রবার রাত্রে ঐ পরিমান গুনাহগারকে জাহান্নাম হতে মুক্ত করে দেয়া হয় যে পরিমাণ সাত দিনে আজাব হয়।
১০/ প্রত্যহ মুমিন রোযাদারের জন্য বেহেশত সজ্জিত করা হয়।
১১/ রোযাদারের শরীর সমস্ত গুনাহ হতে হয়।
১২/ র সন্তুষ্টি লাভ হয়।
১৩/ রোযাদারের দোয়া হয়।
১৪/ এ মাসে রহমতের দরজা অতি প্রশস্ত হয়।
১৫/ রমজানের শেষ রাত্রে সমস্ত মানুষের গুনাহ করে দেয়া হয়

রোযার প্রতি প্রধান করার ব্যাপারে ে কুদসীতে আল্লাহ পাক বলেন- الصوم لى وانا اجزى به উচ্চারণঃ আস সাওমলী ওয়া আনা আজযী বিহী। অর্থাৎ রোযা আমার জন্য আর আমিই ইহার প্রতিদান দেব।
এ কথার এই যে, আল্লাহ তায়ালা বলেন- আমার বান্দা শুধু আমার সন্তুষ্টির জন্যই পানাহার শাহওয়াত ইত্যাদি পরিত্যাগ করতঃ যারপর নই ক্লেশ বরণ করে। কাজেই এর প্রতিদানে আমি নিজেই তাকে পুরস্কৃত করব।

রমজান বিষয়ে দারুল উলুম দেওবন্দের জরুরি নির্দেশনা

About Mijanur Rahman Shaif

মাওঃ মিজানুর রহমান সাইফ সাহেব। একজন লেখক | সাংবাদিক | গবেষক তিনি দ্বীনের আলো মুসলিম উম্মাহর কল্যানে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মুসলিমবিডি টুয়েন্টি ফোর ডটকমকে মাধ্যম হিসেবে ব্যবহার করে যাচ্ছেন।

Check Also

রোজা অবস্থায় কোন কোন কাজ করা মাকরূহ

(মুসলিমবিডি২৪ ডটকম) বিনা ওজরে কোন জিনিসের স্বাদ নেয়া বা কোন কিছু চিবানো মাকরূহ। কিন্তু প্রয়োজনে …

Powered by

Hosted By ShareWebHost