Breaking News
Home / ইসলাম ধর্ম / ইসলামিক নামের শ্রেণীবিভাগ

ইসলামিক নামের শ্রেণীবিভাগ

(২৪ডটকম)

ইসলামী নামের শ্রেণীবিভাগ

ংক্ষিপ্ত নাম:
সন্তানের বা অন্যকিছুর নামের পূর্বে আবু ( পিতা), উম্মু (তা) যোগ না করে; পিতা এবং পূর্বগণের নামের পূর্বে ইবনে/ বিনতে যোগ না

করে এক শব্দে বা মিশ্র শব্দে নামকরণই হচ্ছে সংক্ষিপ্ত নাম।

সূচক নাম:

পিতা বা পূর্বপুরুষগণের নামের পূর্বে ইবনু (পুত্র), বিনতু (কন্যা) সংযোগ করে নামকরণ করাকে বংশ সূচক নাম বলে।

এ ধরনের নাম করণের ে উদ্দেশিত ব্যক্তিকে সনাক্তকরণ সহজ হয়। এতে ব্যক্তির নামের সাথে পিতা বা পূর্বপুরুষগণের নাম সংযুক্ত থাকে।

আরবে ধরনের নামকরণের প্রচলন বেশি।

সম্বন্ধসূচক নাম :

বংশ, পেশা, বাসস্থান, জন্মস্থান ইত্যাদির বিশেষণ যুগে যে নামকরণ করা হয় তাকে সম্বন্ধসূচক নাম বলে।

বিশ্বে বহু মুসলিম মনীষী আছেন যারা সম্বন্ধসূচক নামেই বেশি বিখ্যাত হয়েছেন। যেমন: ইমাম বুখারী রহ.। বুখারা তার জন্ম স্থানের নাম। ইমাম নাসির

উদ্দিন আলবানী রহ.। আলবেনিয়া তার জন্ম স্থানের নাম।

উপাধি:

কোন কোন ব্যক্তি তার সুমহান কর্মফল, অবদান বা গুণের কারণে বিভিন্ন উপাধিতে ভূষিত হয়ে থাকেন। যেমন: উমরের রা. নামের শেষে ফারুক

(সত্য-মিথ্যা)র পার্থক্য কারী।
হযরত আবু বকরের রা. নামের শেষে সিদ্দিক (বিশ্বাসী)।

হযরত খালিদ বিন ওয়ালিদের রা. নামের শেষে সাইফুল্লাহ (আল্লাহর তরবারী) ইত্যাদি।

উপনাম:

সন্তানের নামের পূর্বে আবু (পিতা) বা উম্মুকে (মাতা) সংযুক্ত করাকে উপনাম বলে।

আরবের মধ্যে উপ নামের প্রচলন আছে। যেমন:আবুল কাশেম (কাশেমের পিতা), আবু বকর (বকরের পিতা), আবু হুরায়রা (বিড়াল স্নেহকারী)।

উল্লেখ্য বাংলাদেশে উপনাম, উপাধি ও সম্বন্ধসূচক নামের প্রচলন সাধারণত দেখা যায় না।

About মুহাম্মদ আবদুল্লাহ

আমি মাওলানা মোঃ আব্দুল্লাহ। 15ই এপ্রিল 1994 ঈসায়ি রোজ শুক্রবার মৌলভীবাজার জেলার হামরকোনায়( দাউদপুর) জন্মগ্রহণ করি। শিক্ষা জীবনের শুরুটা প্রাথমিক বিদ্যালয় দিয়ে হলেও 4 বছরের মাথায় ইসলামিক শিক্ষা অর্জনের লক্ষ্যে নিজ উদ্যোগে মাদ্রাসায় ভর্তি হই! আলহামদুলিল্লাহ! সর্বশেষ 2017 ঈসায়ি কওমি মাদ্রাসার উচ্চতর ডিগ্রী মাস্টার্স (দাওরায়ে হাদিস) হযরত শাহ সুলতান রহ. মাদ্রাসা থেকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়ার মাধ্যমে সম্পন্ন করি! নিজে যা কিছু জেনেছি তা লিখনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমৃত্যু ইসলাম ও মানবতার সম্পর্কে জানতে ও জানাতে এই সাইটের সাথে সংযুক্ত হয়েছি! আল্লাহ আমাকে ও সবাইকে কবুল করুন।আমিন!!!

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost