Breaking News
Home / নিউজ-সংবাদ / অপ্রিয় কঠিন সত্য

অপ্রিয় কঠিন সত্য

(মুসলিমবিডি২৪.কম)

 ১)আজ যে মাইকে অন্যের মৃত্যুর ঘোষনা দিচ্ছে এমন এক দিন আসবে যে তারঁ মৃত্যুর ঘোষনাও মাইকে দেওয়া হবে!

২)আজ যে ব্যক্তি অপরের খাটিয়া বহন করছে অচিরেই এমন একটি দিন আসবে ,যে দিন অন্যরা তার খাটিয়া বহন করবে!

৩) আজ যে কবর যিয়ারত করছে এমন এক দিন আসবে অন্যেরা তার কবর যিয়ারত করবে!

৪)আজ যে কবর স্থন থেকে অন্যকে দাফন করে এসছে,এক দিন তাকেও দাফন করা হবে!

৫)আজ যে আমি এই মৃত্যুর কথা গুলো লিখছি আর আপনারা পড়ছেন আমাদের সবাইকেই এক দিন মরতে হবে।

তা হলে কেনো এ তো কিছু? কিসের মোহে ডুবে আছেন এই দুনিয়ায় কেনো প্রস্তুতি নিচ্ছেন না মৃত্যুর?

জীবনটা ছোট হলেও এর উপরই নির্ভর করে আখিরাতের অনন্ত জীবন।

আল্লাহ সবাইকে সহীহ বুঝ দান করুন।আমিন আমিন আমিন ইয়া রব্বীল আলামীন

আরো পড়ুন

গীবতের মন্দ পরিণতি মুহা:ইলিয়াস বিন শহিদুল্লাহ,মহিলাদের হায়েজ অবস্থায় কুরআন তেলাওয়াত করা সম্পর্কে,এক বুযুর্গের কারামত,

About Mijanur Rahman Shaif

মাওঃ মিজানুর রহমান সাইফ সাহেব। একজন লেখক | সাংবাদিক | গবেষক তিনি দ্বীনের আলো মুসলিম উম্মাহর কল্যানে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মুসলিমবিডি টুয়েন্টি ফোর ডটকমকে মাধ্যম হিসেবে ব্যবহার করে যাচ্ছেন।

Check Also

গুগল এডসেন্স থেকে ইনকাম সোর্স

গুগল এডসেন্স থেকে কিভাবে আয় করবেন: Google adsense কি বা এর কাজ কি এই দুটো …

Powered by

Hosted By ShareWebHost