Breaking News
Home / ইসলাম ধর্ম / গুগল এডসেন্স থেকে ইনকাম সোর্স

গুগল এডসেন্স থেকে ইনকাম সোর্স

এডসেন্স থে কিভাবে আয় করবেন:

Google adsense কি বা এর কি এই দুটো প্রশ্নোর উত্তর যদি আপনি জানতে চাইছেন,

তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমি,2 আজকের এই আর্টিকেলে আপনাকে গুগল এডসেন্স কি

এবং এর দ্বারা আপনি অনলাইন ইন্টারনেট থেকে কিভাবে টাকা করতে পারবেন এর বেপারে বুঝিয়ে বলবো।

এডসেন্স থেকে আজ হাজার হাজার লোকেরা লক্ষ লক্ষ টাকা ঘরে ে অনলাইন আয় করছে।

কিন্তু কিভাবে ? কিভাবে গুগল এডসেন্স থেকে আয় করা যাবে এবং এডসেন্সের

আপনাদের মধ্যে অনেকেই হয়তো শুনেছেন যে, blogging বা YouTube channel বানিয়ে এডসেন্সের ধ্যমে লোকেরা অনেক টাকা আয় করছেন।

শুনেছেন তো ?

তাই হয়তো আপনিও এডসেন্স কি তা জানতে চাচ্ছেন।

কিন্তু, কেবল ব্লগ বা ইউটিউবে চ্যানেল বানালেই তা থেকে টাকা আয় করা যায়না।

টাকা আয় করার জন্য এডসেন্সের ভূমিকা প্রধান।

কিন্তু, মনেরাখবেন যে Google এডসেন্স সবচে বিশ্ী, সোজা এবং সহজ উপায় অনলাইন টাকা আয় করার।

আর, যা আমি আগেই বললাম এর দ্বারা লোকেরা অনেক টাকা আয় করছেন।

আসলে, সত্যি বলতে গেলে আমি বা আপনি বা যে কেউ Google এডসেন্স থেকে অনলাইন টাকা আয় করতে পারবে।

কিন্তু, তার জন্য আপনার সঠিক নিয়ম এবং উপায় জানার সাথে কঠিন কাজ করার ক্ষমতা থাকতে হবে।

কারণ, বিনা কোনো কর্ম বা কাজ করে কেও কিছু পায়না।

তাই, নিচে আমি এডসেন্স কি, এর কাজ কি এবং গুগল এডসেন্স থেকে টাকা আয় কিভাবে করা যাবে এর ব্যাপারে বলবো।

আজ, ইন্টারনেট থেকে অনলাইন করা তেমন কিছু কঠিন কাজ না।

আপনিও যদি চান তাহলে অনলাইন টাকা আয় করতে পারবেন।

আর, অনলাইন টাকা আয় করার জন্য সবথেকে জরুরি জিনিসটাই হলো Google adsense .

হ্যা, এইটা সত্যি যে ইন্টারনেটে আয় করার জন্য অন্য অনেক উপায় বা সমাধান রয়েছে।

Google adsense কি ?

গুগল এডসেন্স গুগলের এমন একটি সার্ভিস,

যার দ্বারা advertiser রা টাকা দিয়ে যেকোনো বিজ্ঞাপন ইন্টারনেটে দেখাতে পারেন

এবং publisher রা নিজের blog, YouTube video তে গুগলের বিজ্ঞাপন দেখিয়ে অনলাইন টাকা আয় করতে পারেন।

এইটা সোজাসোজি একটি advertising network যার দ্বারা ব্লগ এবং ওয়েবসাইট মালিকেরা বিজ্ঞাপনের মাধ্যমে টাকা আয় করতে পারেন।

Advertiser তারা যারা গুগল কে টাকা দিয়ে নিজের বিজ্ঞাপন ইন্টারনেটে দেখাতে চান।

Publishers তারা যারা গুগলের বিজ্ঞাপন নিজের ব্লগ বা ভিডিওর মাধ্যমে লোকেদের দেখান।

তাই, এডসেন্স এমন একটি মাধ্যম যার দ্বারা আপনি অনলাইন টাকা আয় করতে পারবেন।

কিন্তু, তার জন্য আগে আপনার একটি ব্লগ, ওয়েবসাইট, app বা YouTube চ্যানেল থাকতে হবে।

এই মাধ্যম গুলি ব্যবহার করে আপনি এডসেন্সের জন্য apply করতে পারবেন

এবং এডসেন্সের বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করতে পারবেন।

গুগল এডসেন্সের কাজ কি?

এডসেন্সের কাজ বিশেষ করে হলো অনেক রকমের ব্লগ, ওয়েবসাইট, ভিডিও এবং app এ বিজ্ঞাপন দেখানো এবং যাদের ব্লগ বা ভিডিও গুলিতে বিজ্ঞাপন দেখানো হচ্ছে তাদের কে কিছু টাকা দেওয়া।

কিন্তু, এই বিজ্ঞাপন যেগুলি আমাদের ওয়েবসাইট বা ভিডিওতে দেখানো হয়,

সেগুলির জন্য গুগল আগেই advertiser দের থেকে টাকা নিয়ে নেয়

এবং সেই টাকার থেকে ব্লগ বা ভিডিও মালিকদের বিজ্ঞাপন দেখানোর জন্য গুগল টাকা দেয়।

এখন আপনি হয়তো ভাবছেন এখানে গুগলের কি লাভ ?

তাই তো ?
এইখানে গুগলের যথেষ্ট লাভ আছে। কারণ, advertise রা বিজ্ঞাপন দেখানোর জন্য গুগল কে যতটা টাকা দেয়,

সেই পুরোটা গুগল publisher দের বিজ্ঞাপন দেখানোর জন্য দেয়না।

Advertiser রা দেওয়া টাকার থেকে গুগল নিজের কাছে কিছু অংশ নিজের কাছে রেখে দেয়,

এবং কিছু অংশ ব্লগ, ভিডিও বা app মালিকদের বিজ্ঞাপন দেখানোর জন্য দেয়।

এখানে গুগল এবং ওয়েবসাইট বা app বা YouTube চ্যানেল মালিকদের নিয়ে সবাইর লাভ হয়।

গুগল এডসেন্স কিভাবে টাকা দেয় ?
যখন আমরা নিজের ব্লগ, ওয়েবসাইট, app বা ইউটুব ভিডিওতে এডসেন্সের বিজ্ঞাপন লাগাই বা দেখাই,

তখন তাতে বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেখানো হয়। আর, যখন আমাদের ব্লগ বা ভিডিওতে দর্শক (visitors) আসেন

এবং তারা যখন সেই বিজ্ঞাপন গুলি দেখে এবং তাতে ক্লিক করে, তখন গুগল এডসেন্স সেই view বা click এর জন্য আপনাকে কিছু টাকা দেয়।

আর, এরকম করে বিজ্ঞাপনে view এবং ক্লিক হতে হতে যখন আপনার adsense একাউন্টে মোট ১০০$ (ডলার) হয়ে যায়,

তখন গুগল আপনার ব্যাঙ্ক একাউন্টে সেই টাকা িয়ে  দেয়।

About Muhammad abdal

আমি মুহাম্মদ আব্দুর রহমান আবদাল।দাওরায়ে হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেছি ২০২১ ইংরেজি সনে । লেখালেখি পছন্দ করি।তাই সময় পেলেই লেখতে বসি। নিজে যা জানি তা অন্যকে জানাতে পছন্দ করি,তাই মুসলিমবিডি ওয়েব সাইটে লেখা প্রকাশ করি। ফেসবুকে ফলো করুন👉 MD ABDALツ

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost