Breaking News
Home / জরুরী মাসাইল / ওযু ব্যতীত আযান দেওয়ার হুকুম

ওযু ব্যতীত আযান দেওয়ার হুকুম

() ওযু ব্যতীত আযান দেওয়ার হুকুম

ওযু ব্যতীত আযান দেওয়ার

প্রশ্ন: ওযু ব্যতীত মসজিদে ঢুকে আযান দেয়া যাবে কি?

উত্তরঃ ওযু ব্যতীত মসজিদ ঢুকে আযান দেয়া জায়িয আছে। তবে উত্তম হল, ওযু করে আযান দেয়া।

এজন্য অনেক ফিকহবিদগণ ওযু ব্যতীত আযান দেয়াকে বলেছেন।

(প্রণ : ফাতওয়া দারুল উলুম ২:৯২, ২:১০২, আলমগীরি ১:৫৪ ,

হেদায়াত ১:৯০, ফাতাওয়া মাহমূদিয়া ৭:৩৪, ফাতাওয়া শামী ১:৩৯২)

আরো পড়ুন 👇👇👇

আযান ও ইকামতের জবাব, টেপ রেকর্ড দ্বারা আযান ও ইমামতি, টেপ রেকর্ড দ্বারা আযান ও ইমামতিআযান ইকামতে উচ্চারণ বিকৃতি

(িয়েছেনঃ হাফিজ মাওলানা ইমরান হুসাইন) 

দারুল হাদীস & মাস্টার্স, জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলূম বড় কাটারা মাদ্রাসা, চকবাজার, ঢাকা- ১২১১.

দারুল ইফতা & ইসলামীক আইন ও গবেষনা বিভাগ

জামিআতুস সাহাবাহ বায়তুর রহীম মাদ্রাসা & মসজিদ কমপ্লেক্স, উত্তরা মডেল টাউন,সেক্টর :৯,রোড নংঃ১১-১২,ঢাকা- ১২৩০

এইচ. এস. সি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, উত্তরা, ঢাকা (এমপিওভুক্ত একটি আদর্শ প্রতিষ্ঠান)

সাধারণ সম্পাদক, দাওয়াতুল হক কাফেলা, কুটি, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। (উলামা ও তুলাবাদের একটি অরাজনৈতিক সংগঠন) Gmail address:imranhossain 081996@gmail.com

Mobile:01931427518.

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

কোর্ট ম্যারেজ বৈধ না অবৈধ

(Muslimbd24.Com) আদালতের মাধ্যমে বিবাহের প্রচলিত পদ্ধতি হল,  ছেলে – মেয়ে  উভয়ে রেজিস্টারএর কাছে নিকাহনামা তে …

Powered by

Hosted By ShareWebHost