Breaking News
Home / ইসলাম ধর্ম / উমর (রা.)-এর পবিত্র বানী সমূহ

উমর (রা.)-এর পবিত্র বানী সমূহ

(মুসলিম বিডি২৪.কম)

উমূর (রা.)-এর পবিত্র বানী সমূহ

بسم الله الرحمن الرحيم

উমর (রা.)-এর অমূল্য নসীহত

  1. ১. আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ  হচ্ছে ায যে ব্যাক্তি নামায ঠিক করে নিল সে তার দ্বীনকে সংরক্ষণ করে নিল.

এবং যে ব্যাক্তির নামাযের ক্রটি থেকে গেল তার অন্যান্য কাজে ক্রটি হবে নিশ্চিত।

২. দরুদ ব্যতীত দো'আ আকাশে আটকে থাকে।

৩. সবচেয়ে উত্তম ইবাদত হল ফরয আদায় করা নিষিদ্ধ কাজ হতে বিরত থাকা এবং অন্তর আল্লাহ তায়া'লার প্রতি ধাবমানী করা।

৪. ধের্য দু'প্রকার একটি হল বিপদে ধৈর্যধারণ করা দ্বিতীয় হল গুণাহ থেকে নিজেকে বিরত রাখার ধৈর্যধারণ দ্বিতীয়টি উত্তম এবং এটা ঈমনের ভিত্তি।

৫. আল্লাহ তায়া'লা ঐ ব্যাক্তির ওপর করুণা করেন না এবং তিনি অপরাধ ক্ষমা করেন না ঐ ব্যাক্তির যে অপরের অপরাধ ক্ষমা না করে।

৬. ে কারীমের প্রতি উদাসীন হয়ো না কোরআন আঁকড়িয়ে ধরে রাখ গোমরাহ হবে না।

৭. দু'টি বিষয়ের ওপর যত্নবান হওয়া জরুরী এক. ফয়সালায় রক্ষা করা দুই. বন্টনে ইনসাফ রক্ষা করা।

যতদিন এ দু'টি কাজ ঠিকমত আঞ্জাম পাবে ততদিন সমাজ কল্যাণ বইতে থাকবে।

৮. প্রত্যেক নিজ সন্তানদের সাঁতার কাটা তীর চালানো এবং ঘোড়া দৌড় শিখাবে কারো অসম্মান করবে না।

৯. যে ব্যাক্তি তার অ্থান সন্দেহের ঊর্ধ্বে না রাখে সে যেন তার প্রতি ভিন্ন  মত পোষণকারীকে তিরস্কার না করে।

১০. যে ব্যাক্তি তার রহস্য লুকিয়ে রাখে তার কাজ স্বীয় ইচ্ছাধীনে থাকে।

১১. তিনটি বিষয় মানুষের হৃদয়ে ভালবাসার সৃষ্টি করে – (১) আগে আগে সালাম দিলে (২) ব্যাক্তির পছন্দসই নামের উপাধিতে ডাক দিলে (৩) সভা-মজলিসে রাস্তা প্রশস্ত করলে।

১২. সবচেয়ে দানবীর এ ব্যাক্তি যে এমন ব্যাক্তিকে দান করে তাকে যে দেয়নি।

১৩. সবচেয়ে সনশীল এ ব্যাক্তি যে জালেমের জুলুম মাফ করে দেয়।

১৪. লোভ দারিদ্র্য সৃষ্টি করে অল্পে তুষ্টি ধনী করে দেয়।

১৫.যখন কোন ব্যাক্তি আল্লাহ তায়া'লার উদ্দেশ্যে বিনয় প্রকাশ করে তখন আল্লাহ তায়া'লা –

তাঁর হিকমত (জ্ঞানের গভীরতা)  বৃদ্ধি করে দেন সে আপন দৃষ্টিতে ছোট হলেও সমাজে সম্মানী হয়ে ওঠে।

১৬. অতিমাত্রায় ব্যভিচার হলে ভূমিকম্প সৃষ্টি হয় রাজা-বাদশাহদের জুলুম সৃষ্টি হয়।

১৭. যে ব্যাক্তি জীবনে চায় সে যেন তার পিতার ইন্তেকালের পর পিতার বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের সাথে সদাচরণ করে।

খুব  উপকারী বানীগুলো

১৮. এমন কাজ কর যদি তোমাকে সে কাজে কেউ দেখে তাহলে তা যেন তোমার জন্য অসঙ্গত  না লাগে।

১৯. ওলামাদের মাহফিল-মজলিস-বৈঠক থেকে দূরে থেকো না এ পৃথিবীর বুকে আল্লাহ তায়া'লা ওলামাদের বৈঠকের তুলনায় কোন সম্মানী স্থান সৃষ্টি করেননি।

২০. ইলম শিখ এবং ইলমের জন্য ভাব-গাম্ভীর্যতা হিম্মত ও বাকশক্তি অর্জন কর।

২১. যখন কোন কে পৃথিবীর প্রতি আসক্ত দেখ তখন তার দ্বীনি বার্তার প্রতি গুরুত্ব দিবে না।

২২. একজন আলেমের ইন্তেকাল হাজার দিবা-নিশি (দিবসে রোজা-রাতে নামায আদায়কারী) ইন্তেকালের তুলনায় অধিক ক্ষতিকর।

২৩. তাওবাকারীদের কাছে বসিও কারণ তাদের হৃদয় খুব নরম প্রকৃতির হয়ে থাকে।

২৪. সবচেয়ে অজ্ঞ ঐ ব্যাক্তি যে অপরের পার্থিব সম্পদ অর্জনের জন্য নিজের আখিরাত মিটিয়ে দেয়।

২৫. দুনিয়া ও আখিরাতের মুখোমুখি হলে আখিরাত প্রাধান্য দাও কেননা পৃথিবী ক্ষণস্থায়ী।

২৬. কোরআনে কারীমে ইলম অর্জন কর কারন এর মাঝে ইলমের ঝরনা এবং অন্তরে বাহার সৃষ্টি হয়।

২৭. আমরা ঋণ দেয়া কৃপণতার আলামত হিসেবে জানি অভাবীদের এমনিই দিয়ে দেই।

২৮. পার্থিব সম্পদ অল্প অর্জন কর তাহলে স্বাধীন জীবন -যাপন করতে পারবে গুনাহ কম কর মৃত্যু স হবে।

২৯. অনেক সময় ছোট বাচ্চাদের হাত ধরে বলতেন আমার জন্য দোয়া কর কেননা কেননা এখনও তোমরা গুনাহ করনি।

৩০. প্রাযই় এই দু'আ করতেন ( অন্তীমকালে) হে আল্লাহ! আমাকে আপনার রাস্তায় শহীদ করুন এবং আপনার রাসুল (সাঃ)-এর শহরে মৃত্যুদান করুন।

৩১.তওবার তিক্ততা সহ্য চেয়ে পান না করা অনেক ভাল।

৩২.কোন কাজের দায়িত্ব নেয়ার আগে বুদ্ধিমান ও অভিজ্ঞ লোকদের লোকদের পরামর্শ নাও।

About Mijanur Rahman Shaif

মাওঃ মিজানুর রহমান সাইফ সাহেব। একজন লেখক | সাংবাদিক | গবেষক তিনি দ্বীনের আলো মুসলিম উম্মাহর কল্যানে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মুসলিমবিডি টুয়েন্টি ফোর ডটকমকে মাধ্যম হিসেবে ব্যবহার করে যাচ্ছেন।

Check Also

শবে বরাত

শবে বরাতে কোন বাড়াবাড়ি নেই

মুসলিমবিডি২৪ডটকম মা বাইনাল ইফরাত ওয়াত তাফরীত জামেউল উলুম মুফতী আবুল কালাম যাকারিয়া -রাহিমাহুল্লাহ লাইলাতুল বারাআত …

Powered by

Hosted By ShareWebHost