Breaking News
Home / ইসলাম ধর্ম / ইসলাম / নামাযে মোবাইল ফোন বন্ধ করার বিধান

নামাযে মোবাইল ফোন বন্ধ করার বিধান

( বিডি ২৪.কম) 

নামাযে মোবাইল ফোন বন্ধ করার বিধান

بسم الله الرحمن الرحيم

নাযে মোবাইল বন্ধ করার নিয়ম

যদি ের মধ্যে মোবাইল বেজে উঠে তাহলে ে কালীলের মাধ্যমে (পকেটে রেখেই এক হাতে) মোবাইল বন্ধ করে দিবে।

এতে নামাযের কোনো ক্ষতি হবে না। মোবাইল বন্ধ করার জন্য নামায ভাঙ্গার কোনো প্রয়োজন নেই। আর যদি মোবাইল বন্ধ না করে।

এবং ধারাবাহিকভাবে বাজতেই থাকে তাহলে নামায তো হয়ে যাবে কিন্তু ধারাবাহিকভাবে ঘন্টা বাজার ে,

নিজের ও অন্যান্য নামাযিদের খুশু-খুযূ নষ্টের কারণ হয়ে দাঁড়াবে। যদি একবার বন্ধ করার পর দ্বিতীয় বার আবার বাজতে আরম্ভ করে।

তাহলে আমলে কালীলের দ্বারা দুই বার তিন বার বন্ধ করতে পারব, তবে যদি উক্ত তিন বার ধারাবাহিক হয় এবং তিন তাসবীহ বলার সমপরিমাণ হয়।

তাহলে এক বর্ণনা তা আমলে কাসীরের হয়ে নামায নষ্ট হয়ে যাবে। সুতরাং এ বিষয়ে সতর্ক থাকা জরুরি।

বাকী শর্ত হলো আমলে কাসীর হতে পারবে না। -মাজমাউল আনহার ১/১২

সতর্কতা :

নামাযে মোবাইল ফোন বন্ধ করার যদি দুই হাত ব্যবহৃত হয়, কিংবা মোবাইল হাতে নিয়ে স্কীনের দিকে তাকিয়ে দেখে।

তাহলে তা আমলে কাসীর বলে গণ্য হবে এবং নামায হয়ে যাবে।  -বাইরের রায়েক ২/১১

সুত্র:- তালীমুল (পৃষ্ঠা১২৬)

About Mijanur Rahman Shaif

মাওঃ মিজানুর রহমান সাইফ সাহেব। একজন লেখক | সাংবাদিক | গবেষক তিনি দ্বীনের আলো মুসলিম উম্মাহর কল্যানে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মুসলিমবিডি টুয়েন্টি ফোর ডটকমকে মাধ্যম হিসেবে ব্যবহার করে যাচ্ছেন।

Check Also

শবে মেরাজ উদযাপন একটি কুরআন সুন্নাহ বিরোধী

শবে মেরাজ উদযাপন কুরআন সুন্নাহ পরিপন্থী একটি বেদাত

শবে-মেরাজ উদযাপন কুরআন-সুন্নাহ পরিপন্থী একটি বেদাত।   “মেরাজ” প্রিয় নবী সঃ এর অন্যতম মুজেযা এবং …

Powered by

Hosted By ShareWebHost