Breaking News
Home / হিন্দুধর্মের কল্কি অবতার বা শেষ নবীর পরিচয় / হিন্দু ধর্মে রিসালাত শেষ নবীর পরিচয় এবং তার মাতা পিতার পরিচয়

হিন্দু ধর্মে রিসালাত শেষ নবীর পরিচয় এবং তার মাতা পিতার পরিচয়

(মুলিমবিডি২৪ডটকম) (মুসলিমবিডি২৪ডটকম)

হিন্দু ধর্মে রিসালাত / হিন্দু ধর্মের শেষ নবীর পরিচয় এবং তার মাতা পিতার পরিচয়

হিন্দু ধর্মের পরিভাষায় অবতার বলা হয়।সামনে আমরা অবতার নিয়েই করবো।

ঈশ্বরের পক্ষ থেকে যাকে অবতীর্ণ করা হয় তাকেই অবতার বল হয়।সে হিসাবে যিনি সর্বশেষে আসবেন,তাকেই অন্তিম অবতার বলা হয়।

অন্তিম অর্থ শেষ আর অবতার অর্থ রাসূল। অর্থাৎ, শেষ রাসূল।

হিন্দু ধর্মের যুগ চারটিঃ

সেগুলো হলোঃ সত্য, ক্রেতা, দাপর, ও কলি। কলিযুগের শেষ অবতার যাকে আমাদের পরিভাষায় শেষ নবী বলি।

সেই নবী বা কল্কি অবতারের নাম, তার পিতার নাম এবং জন্মস্থান ইত্যাদি ে বিস্তারিত বর্ননা আপনাদের ধর্মীয় গ্রন্থে পাওয়া যায়।

আপনারা যার অপেক্ষা করছেন, এগুলো বিশ্লেষণ করে দেখা যায়-সকল মানুষের নবী প্রমাণিত হয়।

নিম্নে এর বিবরণ দেওয়া হলো,

অন্তিম অবতারের নাম। অর্থাৎ শেষ নবীর নাম

অন্তিম অবতারের নাম “নরাশংস”।” নরাশংসং সৃধৃষ্টমমপশ্যং সপ্রথস্তমং দিবো না সদ্মমখস্ম।

(ঋগ্বেদ ১/১৮/৯)

একটু বিশ্লেষণ করলে দেখা যাবে – ‘নরাশংস' হচ্ছে সংস্কৃত ভাষা।

এই শব্দের বাংলা অর্থ হয় প্রশংসিত ব্যক্তি এছাড়া এর আ অর্থ হয় আর সকল মানুষের সর্বশেষ নবীর নাম হল মুহাম্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

অন্তিম অবতার এর পিতা ও মাতার নাম। অর্থাৎ শেষ নবীর পিতা-মাতার নাম

অন্তিম অবতার এর পিতার নাম হল ‘বিষ্ণু যশা'।'সুমত্যাং বিষ্ণুযশসা গর্ভমাধত্ত বৈষ্ণবম।।'(কল্কি-পুরান-১/২/১১)

এর বিশ্লেষণ করলে দেখা যাবে, “বিষ্ণু যশা” শব্দটি সংস্কৃত ভাষা। এই শব্দের বাংলা অর্থ হয় “মালিকের দাস “।

যার আরবি অনুবাদ হয়-‘আব্দুল্লাহ'। আর আমরা জানি, আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পিতার নাম ছিল আব্দুল্লাহ।

অন্তিম অবতারের মাতার নাম সম্পর্কে কল্কি পুরাণে লিখা আছে যে, তার নাম হবে  “সুমতি”। ‘সুমত্যাং মাতরি বিভো। কন্যায়াংত্বন্নিদেশত।(কল্কি পুরাণ ১/২/১১)

এর বিশ্লেষণ করলে দেখা যাবে ‘সুমতি' শব্দটি সংস্কৃত ভাষা। যার বাংলা অর্থ হয় -‘ নিরাপদ শান্তি'।

আর এর আরবি অনুবাদ হয়-” আমেনা” আর সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাতার নাম ছিল আমেনা।

(সুত্রঃহিন্দু [সনাতন] ধর্মে কল্কি (অন্তিম) অবতার ও সত্য পথের দিশা)

About

Powered by

Hosted By ShareWebHost