Muslimbd24.com

মানুষের জীবন ধারণের জন্য যে রকম ভাবে খাদ্য ও পানির প্রয়োজন, খাদ্য ও পানীয় ব্যতিরেকে যেমন মানুষ বাচতে পারে না,
ঠিক তেমনি ভাবে “পর্দা” ও নারী জাতির জন্য এক অপরিহার্য বিষয়, অত্যাবশ্যকীয় বিধান।
খাদ্য পানীয়ের অভাবে জীবননাশের আশংকা যতবেশি, পর্দার অভাবে সমাজ ও জাতির নির্মল,
স্বচ্ছ-সুন্দর সাবলীল শান্তিপূর্ণ সচল প্রবাহ অবরুদ্ধ হওয়ার আশংকা তার চাইতেও বেশি।
কেননা যার খাদ্য বা পানির অভাব হয় সে শুধু নিজে মারা যায়, অথচ একজন পর্দাহীনা লজ্জাহীনা নারীর দরূন শুধু তার নিজেরই ধ্বংস কর্ম সাধিত হয়না,
বরং সাথে সাথে সে ধ্বংস করে সামাজিক পরিবেশ, ১০/২০ টি জীবন, সমাজ জীবনকে করে তুলে কলুষিত,সমস্যা সংকুল ও দুর্বিষহ।
আর সে নিজেতো চরমভাবে ক্ষতিগ্রস্ত, লাঞ্ছিত ও ধ্বংসপ্রাপ্ত হয় অনেক আগেই।
এটাই পর্দাহীনতার খোদায়ী অভিশাপ ও ভয়াবহ পরিনতি।
পর্দাহীনতার পরিনতি
আজ পর্দার বিধান অনুসরণ না করার কারনেই পত্র পত্রিকা খুললেই দেখতে পাই নারী ধর্ষণ, খুন অপহরণ,
এসিড নিক্ষেপ ইত্যাদি চরম দুঃখজনক ও লোমহর্ষক সংবাদ।
এ পর্দাহীনতার কারনেই আজ আমাদের ঘরে ঘরে স্বামী-স্ত্রীতে হচ্ছে মনমালিন্য, ঘটছে ঝগড়া-কলহ, চলছে বিবাদ-বিসংবাদ,
অবশেষে সোনার সংসার ভেঙে হচ্ছে খান খান। এ পর্দাহীনতার বিষফলেই সমাজে চলছে যেনা-ব্যভিচার,
লিপ্ত হচ্ছে যুবক-যুবতীরা অবৈধ কর্মকান্ডে, হারাচ্ছে নারী তার সবচাইতে মুল্যবান সম্পদ নারীত্ব, আর খোয়াচ্ছে কুমারী তার অমুল্য সতীত্ব।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

