Breaking News
Home / ইসলামিক নিউজ / আল-আযহারের পাগড়ির যত্রতত্র অপব্যবহার প্রসঙ্গে

আল-আযহারের পাগড়ির যত্রতত্র অপব্যবহার প্রসঙ্গে

(মুসলিমবিডি২৪ ডটকম)

আল-আযহারের পাগড়ির যত্রতত্র অপব্যবহার প্রসঙ্গে
পৃথিবীর প্রতিটি দেশে প্রতিটি সেক্টরে তাদের নিজেদের কর্মী বা নিজেদের লোক চেনার জন্য নির্দিষ্ট একটি ড্রেসকোড রয়েছে।

এমনকি অনেক দেশে তাদের নিজের জাতি চেনার জন্য রয়েছে নির্দিষ্ট পোষাক।

যেমন ধরুন আদের দেশে সাধারনত লুঙ্গি গেঞ্জি দেখে বলে দিতে পারি ইনি বাংলাভাষী, ঠিক তদ্রুপ পাশের দেশ ভারতের বিভিন্ন অঞ্চলভেদে রয়েছে নিজস্ব পোষাক,

পাকিস্তানিদের রয়েছে নির্দিষ্ট পোষাক, আরবের গাল্ফ দেশের এক রকম তো আবার ান বা মিসরের আরেক রকম,

আবার মরক্কো, তিউনিসিয়া আলজেরিয়ার রয়েছে আরেক রকম, আবার মৌরিতানিয়ার রয়েছে আরেক রকম।

এই সব পোষাকের ভিন্নতার মধ্যে আমরা বিভিন্ন জাতীকে আমরা সহজেই চিনতে পারি, এভাবেই আল্লাহ বিভিন্ন জাতিগোষ্ঠিকে আলাদা করেছেন।

এবার আসল কথায় আসি, আল-আযহার হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ী বিদ্যাপিঠ।

যা ৯৭০ খ্রীঃ প্রতিষ্ঠার পর থেকেই শত শত বছর ধরে সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দিয়েছে কোটি কোটি ইসলামিক স্কলার।

পৃথিবীর প্রতিটি প্রতিষ্ঠানের যেমন একটি নির্দিষ্ট ড্রেসকোড রয়েছে ঠিক তদ্রুপ আল আযহারেরও রয়েছে নিজস্ব একটি ড্রেসকোড।

কারা ব্যবহার করবে?

যে সমস্ত শিক্ষার্থী আল আযহারে ইবতেদায়ি থেকে পড়াশুনা শুরু করেন তারা সহ একেবারে পিএইচডি ডিগ্রী অর্জনকারি সহ সকল শিক্ষার্থী ও শিক্ষিক আযহারের নির্দিষ্ট পোষাকটি পরিধান করেন,

আবার আযহারের ক্বারীরাও এ পোষাকটিই পরিধান করেন তবে পার্থক্য হলো ক্বারীদের পাগড়ির টুপির পেছনের অংশটি আকাশি আর ওলামাদের পেছনের অংশটি কালো।

এ পার্থক্যটি মুলত এ জন্যই করা হয়েছে যেন ক্বারী আর ওলামাদের মধ্যে পার্থক্য করা যায়।

অত্যন্ত পরিতাপের বিষয় হলো ইদানিং বাংলাদেশে গনহারে আযহারের এই মুল্যবান ড্রেসকোডটিকে মারাত্নকভাবে অবমুল্যায়ন করা হচ্ছে।

যে সে ব্যক্তি মন মতো এ পোষাকটি গায়ে দিয়ে অবলিলায় ঘুরে বেড়াচ্ছেন।

এমনকি বাংলাদেশের বায়তুল মুকাররম মার্কেটে এর নকল কপিও বিক্রি হচ্ছে দেদারসে,

এমনকি কিছু বাটপার প্রতারক মিসর থেকে অর্ডার করে দেশে এনে অনলাইনে যার তার কাছে বিক্রিও করছে।

অথচ আযহারের বা শিক্ষক না হয়ে এ পোষাকটি বা টুপিটি গায়ে দেওয়া একটি অপরাধ।

অনেকেই আমাকে বলেন শখ করে দেই, তাদের উদ্দেশ্যে বলতে চাই আল আযহার পৃথিবীব্যাপী একটি ইসলামিক মিশন, আর আযহারীরা হচ্ছে সে মিশনের সৈনিক।

আর এ পোষাক শুধু মাত্র সেই আযহারী সৈনিকরাই গায়ে দিতে পারবেন।

কারো যদি খুব শখ লাগে তাহলে আযহারে গিয়ে অন্তত একটি কোর্স করে আসুন তারপর ব্যবহার করুন।

আমরা যেমন ইচ্ছে করলেই আমাদের দেশের আর্মি পুলিশ বা কোন বাহিনির পোষাক গায়ে দিতে পারিনা ঠিক তেমনি আযহারের সাথে সম্পর্ক নাই,

এমন কেউ এ আযহারের পোষাকটি গায়ে দিতে পারেন না

সারা পৃথিবীজুড়ে এ পোষাকটির রয়েছে আলাদা একটি সম্মান মর্যাদা।

আপনি শখের বশে এতোবড় মর্যাদার পোষাকটিকে খাটো করতে পারেন না, এর যত্রতত্র ব্যবহার করতে পারেন না।

বাংলাদেশের সমস্ত আযহারীদের উদ্দেশ্যে বলছি এখনি এ বিষয়ে সিদ্ধান্ত নিন, অন্যথায় এই পাগড়ির অপব্যবহার যেভাবে বাড়ছে,

তাতে সেদিন আর বেশিদুর নয় যেদিন দেখবেন আযহারীদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছে।

ধরুন আপনি কোন মাহফিলে বা মাসজিদে গেছেন ি কাজে, সেখানে আপনার মতো আরও ৫০০ লোক একই পাগড়ি মাথায় দিয়ে ঘুরছে,

আর আপনাকে না চিনে বাকিদের মতো মনে করে ধাক্কা দিয়ে বের করে দিলো।

বা ধরুন কোন জাহিল এ পোষাকটি পড়ে কোন অকারেন্স করলো আর পেপারে তার সেই পাগড়ি সহ আসলো,

একটি বার ভাবুন তখন আযহারের সম্মানটা কোথায় গিয়ে দাড়াবে।

পরিশেষে বলতে চাই আযহারের তরফ থেকে আমানত হিসেবে এর সম্মান রক্ষার দায়িত্ব আযাহারীদেরই।

আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

তোহ্ফায়ে সুন্নাহ্

এস্তেঞ্জার আদব ও সুন্নতসমূহ   ১. এস্তেঞ্জাখানায় প্রবেশের পূর্বে বিসমিল্লাহ বলে মাথা ঢেকে নেয়া। (মুসান্নাফে …

Powered by

Hosted By ShareWebHost