Home / সীরাতুন্নবী (সাঃ) / হযরত খাদিজা রাঃ এর গর্ভে রাসুল সাঃ এর সন্তান

হযরত খাদিজা রাঃ এর গর্ভে রাসুল সাঃ এর সন্তান

(২৪ডটকম)

হযরত খাদিজা রাঃ এর গর্ভে রাসুল সাঃ এর সন্তান

হযরত খাদিজা রাঃ এর গর্ভে রাসুল সাঃ এর দুই ছেলে ও চার মেয়ে গ্রহণ করেন।পুত্রদয় ছিলেন,হযরত কাসেম ও তাহের (রাঃ)।হযরত কাসেমের নামেই রাসুল সাঃ এর উপনাম ছিল আবুল কাসেম।হযরত তাহের ে বলা হয়,তার নাম ছিল আব্দুল্লাহ।কন্যা চতুষ্টয় ছিল হযরত ফাতেমা,যয়নব,রুকাইয়া,উম্মে কুলসুম রাঃ।নবীজীর সন্তানদের মধ্যে হযরত যয়নব ছিলেন সকলের বড়।এ সকল সন্তান হযরত খাদিজা রাঃ এর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন।তবে নবীজীর তৃতীয় পুত্র যার নাম ছিল,ইবরাহিম,তিনি হযরত মারিয়া কিবরিয়ার গর্ভে জন্মগ্রহণ করেন।এই পুত্রদয় শৈশবেই ্যুবরণ করেন।তবে হযরত কাসেম রাঃ সম্পর্কে কোনো কোনো বর্ণনা দ্বারা জানা যায় যে,তিনি সওয়ারীর পিঠে আরোহণ মত বয়স পেয়েছিলেন।      (সিরাতে মুগলতাই)

উম্মতের সর্ম্মত মচ হচ্ছে নবী দুহিতা হযরত ফাতিমা রাঃ চার কন্যার মধ্যে সর্বোত্তমসর্বোত্তমও সর্বশ্রেষ্ঠ।

রাসুল সাঃ তার ব্যপারে ইরশাদ করেছেন যে,তিনি ি সর্দার হবেন।১৫বছর সাড়ে পাঁচ মাস বয়সে তার বিবাহ হয়,

হযরত আলী রাঃ এর সাথে।তার বিবাহে মোহর ছিল ৪৮০দিরহাম।

নারীদের এই সর্দারের যৌতুক কি ছিল

একটি চাদর,একটি বালিশ,যার মধ্যে খেজুর গাছের ছাল ভরা ছিল,একটি চামড়ার গদি,একটি রশির চারপায়া,

একটি চামড়ার মশক(পানির পাত্র)দুটি মাটির কলশ,দুটি সুরাহী(পানির ছোট পাত্র) এবং একটি যাতা(চাক্কি)।

যাতায় আটা পিষা,এবং ঘরের যাবতীয় কাজ তিনি নিজ হাতে করতেন।উভয় জাহানের সর্দারের কন্যার বিবাহ,

ও যৌতুকের এবং গরিবানা যিন্দেগীর এই ছিল অবস্থা।এসব ঘটনা দেখে সে সব মহিলাদের কি লজ্জা হবে না,

যারা বিবাহ শাদীর অনুষ্ঠানে রসম ও প্রথা রক্ষা করতে গিয়ে দীন()ও দুনিয়া ধ্বংস করে দেয়।

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরচিতি

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরিচিতি

(মুসলিমবিডি২৪ ডটকম) প্রশ্ন:- আমরা কোন নবীর উম্মত? উত্তর:- শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) এর উম্মত। …

Powered by

Hosted By ShareWebHost