Breaking News
Home / ইসলাম ধর্ম / হুজুরদের যৌবন নিয়ে একটি লেখা তুলে ধরলাম

হুজুরদের যৌবন নিয়ে একটি লেখা তুলে ধরলাম

(মুসলিমবিডি২৪ ডটকম)

হুজুরদের যৌবন নিয়ে একটি লেখা তুলে ধরলাম

ছোট্র একটি অভিজ্ঞতার আলো- কিশোর জীবনেই অনেকের উপর চেপে ে ভূত! তখন সে ভুলে যায় সে একজন কিশোর!

আর যৌবনতা অনেক দূরের কথা, যেমন, স্যার তার অষ্টম শ্রেণীর ছাত্রিকে প্রতিদিনের মত আজকেও প্রাইভেট পডাতে এসেছে,

কিন্তু আজ স্যারের উদ্দেশ্য ভিন্ন, তাই স্যার বলছে… খাতার শেষ পৃষ্টার অংকগুলো ভাল করে দেখে নাও, ছাত্রী তাই করল।

কিন্তু শেষ পৃষ্টায় তো কোন অংক ছিলনা, ছিল ইংলিশে একটি sentence, I Love U ছাত্রী মুচকি হেসে বলছে, স্যার, আমি অষ্টম শ্রেণীতে পডি, এখনো কি খালি থাকা সম্ভব?

এর অর্থ কি দাড়ায় আমি আর বলতে চাচ্ছিনা, বড় বড় কলেজ ভার্সিটির পাশে আছে সাইবারক্যাপ, যার ভিতরে দুইজন একসাথে প্রবেশের ব্যবস্থা আছে।

কিন্তু প্রতিনিয়তে ঘটছে দুর্া, উনমুক্ত বন্ধুত্বের যে এক সভ্যতা বের হয়েছে তা আর ভাষায় বুঝানো যাবেনা….

কিন্তু_একজন_মাদ্রাসার_ছাত্র যখন কিশোর থাকে, তখন সে রাত ৩টার সময়  থেকে উঠে তাহাজ্জুদ পড়ে কোরআন পড়তে বসে।

সারাদিন চার দেওয়ালের ভিতরে চিৎকার করে পাঠ করতে থাকে মহান বাণী…

যখন তাঁর দেহে তারুন্যের বাতাস লাগবে তখন সে বুঝতে শুরু করে কোরআনের ভাষা, শুধু কি তাই?

৯৫% দ্রাসার ছাত্র নারীদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেনা, নারীদের হাত ধরে পথ চলা আর উনমুক্ত বন্ধুত্ব তো বহুদূরের কথা,

কিন্তু অন্যদের জন্য এটা নরমাল ব্যাপার, ঢাকার অনেক দর্শনিয় স্থানে এখন উনমুক্ত অপকর্ম চলে…

যেখানে মা নিয়ে প্রবেশ করা অসম্ভব, যারা ভিতরে অপকর্মে লিপ্ত তাদের অধিকাংশই কোন স্কুল বা কলেজের ড্রেস পড়া থাকে।

অথচ জরিপ সূত্রে বলা হয় ১৮ থেকে ২৪ বছরের যুবকের হাতে সভ্যতা, সল্প কিছু ধারী ব্যতিত বিশ্বের প্রতিটি হুজুরের যৌবন ১০০% পবিত্র।

তাই আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান। আলেম বানান। আলেম , আলেম ইঞ্জিনিয়ার, আলেম সেনাবাহিনী, আলেম ব্যবসায়ী,

যা কিছু বানাতে চান আগে আলেম বানান। অথবা দাওয়াত তাবলিগে পাঠান… অাল্লাহর ওলীদের সহবতে পাঠান, ইনশাআল্লাহ,,

আপনার আপনজন আলেম ডাক্তার, আলেম ইঞ্জিনিয়ার, আলেম সেনাবাহিনী, আলেম ব্যবসায়ী, হবে..

মহান আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন।

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost