Breaking News
Home / দুনিয়া ও আখিরাত / ইসলামে নারীর অধিকার ও মর্যাদা

ইসলামে নারীর অধিকার ও মর্যাদা

(মুসলিমবিডি২৪ ডটকম)

ইসলামে নারীর অধিকার ও মর্যাদা

বিশ্বমানবতার ইহকালীন শান্তি ও পরকালিন মুক্তির দিশারী হযরত সা:

পৃথিবীর বুকে নারী জাতির উন্নয়নের যে অদ্ভুত পূর্ব অব রেখে গেছেন,তা বিশ্বজুড়ে সার্বজন স্বীকৃতি এমন এক বিরল দৃষ্টান্ত যা নতুন করে লেখার অপেক্ষা রাখে না।

কেননা নারী সমাজের তদানীন্তন চিত্র ও প্রেক্ষাপটে মহানবী সা: নারী জাতির উন্নয়ন এবং তাদের মর্যাদা ও অধিকার আদায়ে দয়ার পরশ নিয়ে এগিয়ে এসেছিলেন,

তা পৃথিবীর ইতিহাসে বিরল ও উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ নারীনীতী। ের আবির্ভাবের পূর্বে আরবের নারী সমাজের অবস্থা অত্যন্ত শোচনীয় ও হৃদয়বিদারক ছিল।

তারা নারীদের বলতো শয়তানের গোষ্ঠী ও অমঙ্গলের দূত। যার কে ্ত মাটি চাপা দিতে তাদের অন্তররে বিন্দমাত্র দয়ার উদ্রেক হত না।

ঐতিহাসিকরা আইয়্যামে জাহিলিয়্যাতের নারীজাতির যে কলংক জনক চিত্র উদ্ধার করেছেন,

সহজভাবে বলতে গেলে এরূপ দাড়ায়-নারীরা ছিল তাদের ভোগ্যপণ্যের মত।

নারী-পুরুষের অবাধ মেলামেশা ও উন্মুক্ত তার সয়লাব নারীদেরকে পন্যের মত বাজারে বেচাকেনা করা।

দু:খজনক হলেও সত্য যে,জাহিলিয়্যাতের ধারাবাহিা আজও বিভিন্ন পন্যের বাজারজাত করণের ে অর্ধনগ্ন নারীদের ব্যবহার করা হয়।

সেকালে কন্যা সন্তানকে তারা অপমানজনক মনে করতো।বিবাহের কোন নীতিমালা ছিলনা।

তালাক দেওয়ার ও কোন ননীতিমালা ছিলনা। যথেচ্ছা বিবাহ করত,যখন বর্জন করতে পারতো।

এমনকি পিতার মৃত্যুর পর আপন মাতাকে উত্তরাধিকার হিসেবে প্রাপ্ত হতো।

সেখানে ভাই-বোন,পিতা-কন্যা,ও পুত্র -মাতা র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারতো।

এতে কোন আপত্তি ছিলনা- হিন্দু শাস্ত্রে আরো করুন অবস্থা ছিল।

মনুশাস্ত্রে উল্লেখ আছে,স্বামীর মৃত্যুর পর স্ত্রী বেচে থাকার আর কোন অধিকার নেই,তাই তাকে জীবন্ত পুড়ে ফেলা হতো।

পক্ষান্তরে ইসলাম নারী জাতিকে সম্মানের উচ্ছ আসনে  পৌছিয়েছে। ইসলাম ইজ দ্যা বেষ্ট।

(লেখক: এইচ.কে.এম আফজাল আহমদ সুনাপুরী)

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

সহীহভাবে নামায আদায় না করার শাস্তি

সহীহভাবে নামায আদায় না করার শাস্তি

(মুসলিম বিডি২৪.কম) بسم الله الرحمن الرحيم সহীহভাবে নামায না পড়ার শাস্তি নিম্নে দেয়া হলো ঈমানের …

Powered by

Hosted By ShareWebHost