Breaking News
Home / জরুরী মাসাইল / কোন কোন প্রাণীর গোশত খাওয়া হারাম

কোন কোন প্রাণীর গোশত খাওয়া হারাম

(মুলিমবিডি২৪ ডটকম)

কোন কোন প্রাণীর গোশত খাওয়া হারাম

মৃত অর্থাৎ যে প্রাণী নিজে নিজেই মৃত্যুবরণ করেছে এবং যে প্রাণীকে আহলে কিতাব ব্যতীত অন্য কোন কাফের ব্যক্তি জবাই করেছে,

তার খাওয়া হারাম। ঐ প্রাণীর গোশত খাওয়াও হারাম যেটাকে কোন মুসলন অথবা আহলে কিতাব জবাই করার সময়,

কৃত ভাবে বিসমিল্লাহ ছেড়ে দিয়েছে। আর যদি ভুলক্রমে বিসমিল্লাহ ছেড়ে দেয় তবে ইমাম মালেক রহ.-এর মতে উক্ত প্রাণীর গোশত খাওয়া হারাম।

তবে ইমাম আবু হানীফা রহ.-এর মতে উক্ত প্রাণীর গোশত খাওয়া হালাল। (ইমাম আবু হানীফা রহ.-এর অভিমতের উপর ফাতওয়া।)

গাধা, খচ্চর, খেঁকশিয়াল ইত্যাদি ভক্ষণ করার হুকুম কি?

যেসব প্রাণী ছিঁড়ে-ফেড়ে আহার করে চাই চতুষ্পদ প্রাণী হোক কিংবা পাখি হোক। যেমন: গণ্ডার, খেঁকশিয়াল ইত্যাদি প্রাণীর গোশত খাওয়া হারাম।

অনুরূপ ভাবে হাতী, গাধা, খচ্চর ও মাটিতে লুকিয়ে থাকা প্রাণী ; যেমন- গৃহ বসবাসকারী ইঁদুর ও জংলী ইঁদুর, বেজী ইত্যাদি খাওয়া হারাম।

এমনিভাবে কীটপতঙ্গ, যেমন- ভীমরুল ও ভীমরুল জাতীয় পোকা মাকড় খাওয়াও হারাম।

যে সকল প্রাণীর অধিকাংশ খাদ্য নাপাক সেগুলীর গোশত খাওয়াও হারাম।

কোন কোন জানোয়ার ভক্ষণ করা মাক ও হালাল?

যে সকল প্রাণী পাক ও নাপাক উভয় ধরনের খাদ্য ভক্ষণ করে তা খাওয়া । ঘোড়ার গোশত খাওয়া হালাল,

তবে ইমাম আবু হানীফা রহ.-এর মতে মাকরূহ। শস্য আহারকারী কাক, খরগোশ ও অন্যান্য জংলী প্রাণী যেগুলি ছিড়ে- ফেড়ে আহার করে না সেগুলো খাওয়া হালাল।

সর্বপ্রকার মাছ ব্যতীত অন্য কোন জলজ প্রাণী খাওয়া ইমাম আবু হানীফা রহ.-এর মতে হালাল নয়।

মাছও যদি বিনা ে মরে গিয়ে পানিতে ভেসে ওঠে, তবে তা ইমাম আবু হানীফা রহ.-এর মতে হারাম। আর মাছ ও টিড্ডি জবাই করা শর্ত নয়।

কোন কোন প্রাণীর পাক, কোনটির ঝুটা নাপাক ও মাকরূহ?

মানুষের ঝুটা (উচ্ছিষ্ট) পাক, যদিও সে কাফের হয়। ঘোড়া ও হালাল প্রাণীর ঝুটা এসবের ঘাম এবং গাধা ও খচ্চরের ঘাম পাক।

বিড়াল, ইদুর ও ঘরে বসবাসকারী অন্যান্য প্রাণী, যেমন- টিকটিকি, চিকা ইত্যাদি এবং যেসব পাখির গোশত খাওয়া হারাম তাদের উচ্ছিষ্ট মাকরূহ।

শুকর, কুকুর, হাতী ও এ জাতীয় সকল হারাম চতুষ্পদ প্রাণীর (বিড়াল ব্যতীত) উচ্ছিষ্ট হারাম।

(সুত্র: মালাবুদ্দা মিনহু- ১৩৪, ১৩৫,৪৭)

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

কোর্ট ম্যারেজ বৈধ না অবৈধ

(Muslimbd24.Com) আদালতের মাধ্যমে বিবাহের প্রচলিত পদ্ধতি হল,  ছেলে – মেয়ে  উভয়ে রেজিস্টারএর কাছে নিকাহনামা তে …

Powered by

Hosted By ShareWebHost