Breaking News
Home / জরুরী মাসাইল / তাবিজ কি ইসলামী শরীয়তে অবৈধ

তাবিজ কি ইসলামী শরীয়তে অবৈধ

(বিডি২৪ ডটকম)

তাবিজ কি ইসলামি শরীয়তে অবৈধ

তাবীজ শরীয়ত সম্মত বিষয়।গায়রে মুকাল্লিদ তথা সালাফিগন ও আহলেহাদীছ গন বলেন এটি নিষিদ্ধ।এমনকি শিরক মনে করেন।

অথচ শরীয়ত ঢালাও ভাবে তা নিষিদ্ধ করেনি।

আহলেহাদীছ ও সালাফিগন ব্যতীত অন্য সবার নিকট তাবিজ ও ঝার-ফুকের একইরকম।

অর্থাৎ যেসব কালাম দারা ঝার-ফুক জায়েয নয় সেগুলো লিখে তাবিজ ব্যবহার করা ও জায়েয নয়।

সালাফিগন পদে পদে যার তাকলীদ করেন সেই ইবনে তাইমিয়া রহ: বলেনঃ অসুস্থ ব্যক্তি ও বিপদগ্রস্ত লোকদের জন্য কালি দারা আল্লাহর কিতাব,যিকির,লিখে দেয়া এবং ধুয়ে পান করানো জায়েয।

(য়ে ইবনে তাইমিয়া ১৯খ/৬৪পৃ:)

গায়রে মুকাল্লিদ তথা আহলেহাদীছ গন আল্লামা শাওকানী কে ইমাম হিসেবে মান্য করেন,তিনিও বলেছেন সমস্ত ফকিহগণের মতে এ ধরনের তাবিজ ব্যবহার জায়েয।

(নাইলুল আউতার)

আহসানুল ফাতাওয়া এর ৮ম খন্ডে আছে হরফের মান (ابجد)এর দ্বারা তাবিজ লেখা জায়েয।

তাবিজ জায়েয হওয়ার পক্ষে জুমহুরের দলীল

ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিতঃ তিনি বলেন যখন কোন র প্রসব বেদনায় কষ্ট তখন যেন এ বাক্যগুলো লিখে দেয়

بسم الله لا اله الاالله حليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العلمين”كأنهم يوم يرونها لم يلبثوا الا عشية او ضحاحا ”

كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا الا ساعة من نهار بلاغ فهل يهلك الا القوم السقون

এ রেওয়ায়েতটি গায়রে মুকাল্লিদ ও সালাফিদের সর্বজনমান্য ব্যক্তি ইবনে তাইমিয়া রহ তার ফতোয়ায় উল্লেখ করেছেন।

(ফ:ইবনে তাইমিয়া ১৯খ/৬৪পৃ:)

এ সংক্রান্ত আরো বহু হাদিস রয়েছে দেখুনঃ

ইসলামী আকিদা ও ভ্রান্ত মতবাদ।

লেখক: এইচ.কে.এম আফজাল আহ সোনাপুরী

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

কোর্ট ম্যারেজ বৈধ না অবৈধ

(Muslimbd24.Com) আদালতের মাধ্যমে বিবাহের প্রচলিত পদ্ধতি হল,  ছেলে – মেয়ে  উভয়ে রেজিস্টারএর কাছে নিকাহনামা তে …

Powered by

Hosted By ShareWebHost