আমর ইবনে ইয়াহইয়া উলূবী (রহ.) বলেন – আমরা একটি কাফেলার সঙ্গ ধরে কূফা থেকে মক্কায় যাচ্চিলাম।
রাস্তায় কাফেলার একজনের পেটের পিড়া দেখা দিল।
এ সফরে আমরা মরু দস্যুদের আক্রমণের শিকার হয়েছিলাম।দস্যুরা আমাদের একপাল উট ছিনিয়ে নিয়ে গেল।
ঘটনাক্রমে সে অসুস্থ লোকটিকেও তারা গ্রেফতার করে নিয়ে গেল। ফলে সে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল।
আমরা তাকে ফেলে রেখেই পূনরায় সফর শুরু করলাম এবং এক পর্যায়ে কূফায় গিয়ে পৌছলাম।
দীর্ঘদিন পর যখন কূফায় ফিরে এলাম। আমি সে লোকটিকে দেখলাম- সে সম্পূর্ণ সুস্থাবস্থায় খোলামেলা ঘুরে বেড়াচ্ছ।
আমি তাকে এরহস্য সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলল-দস্যুরা আমাকে তাদের গ্রামে নিয়ে গেল।
সেখানে নিয়ে আমাকে তারা তাদের বাড়ীর পাশে ফেলে রাখল।
আমি অসুস্থতা ও সেখানকার দুর্বিসহ জীবন যাত্রা হতে পরিত্রাণের জন্য মৃত্যুর প্রতিক্ষা করছিলাম।
হঠাৎ একদিন দেখলাম, তারা বেশ কিছু অজগর সাপ শিকার করে নিয়ে এসেছে।
অত:পর সেগুলোর মাথা ও লেজ ফেলে দিয়ে ভূনা করছে। আমি ভাবলাম, হয়ত বা এরা সাপ খাওয়ায় অভ্যস্ত।
কিন্তু আমি খেলে নির্ঘাত মারা যাব।
তৎক্ষণাৎ আমার মনে পড়ল যে, মরে তো আমি এ অসহ্যকর দুর্বিসহ জীবন থেকে মুক্তি পেয়ে যাব।
এজন্য আমি তাদের কাছে ভূনা অজগর খেতে চাইলাম। তারা আমার নিকট একটা নিক্ষেপ করে দিল। আমি উহা খেয়ে ফেললাম।
খাওয়া,শেষ না হতেই আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম। ঘুম হতে উঠেই দেখি ঘামে গোটা শরীর স্যতস্যাতে হয়ে আছে।
মারাত্নক বমির ভাব হচ্ছে। তারপর শতাধিকবার বমি হল।
সকালে উঠে দেখি আমার পেট স্বাভাবিক হতে গেল। অত:পর তাদের কাছে কিছু খাবার চেয়ে খেলাম।
এভাবে ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলাম।
হায়াতুল হায়ওয়ান-১/৬১
MuslimBD24.Com Islamic blog site Bangladesh


