(মুসলিমবিডি২৪ডটকম)
অন্যকে ঠকিয়ে বড়লোক নয়, বরং অভিশপ্ত হওয়া যায়
জীবনের সাফল্য শুধুই টাকা-পয়সায় নয়, বরং সেটি নির্ভর করে আত্মার প্রশান্তি, ন্যায়নীতি ও মানুষের প্রতি দায়িত্ববোধের উপর।
কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছেন, যারা অন্যকে ঠকিয়ে, চাতুর্য আর মিথ্যা আশ্বাস দিয়ে নিজের ভাগ্য গড়ে তোলার চেষ্টা করেন।
তারা মনে করেন, টাকা হাতে এলেই সফলতা ধরা দিল। কিন্তু বাস্তবতা হলো—অন্যকে ঠকিয়ে কখনোই স্থায়ী সুখ বা বরকত অর্জন করা যায় না।
সূক্ষ্ম বিষয় জানার দ্বারা বুঝে নিন জীবনের মানে কী
অন্যকে ঠকিয়ে উপার্জিত অর্থে বাড়ি গড়া যায়, কিন্তু সে বাড়িতে শান্তি থাকে না। গাড়ি কেনা যায়, কিন্তু সেই গাড়ি নিয়েও নিরাপত্তাহীনতা থেকেই যায়।
কারণ অন্যের চোখের পানি, অভিশাপ ও ক্ষতিগ্রস্ত হৃদয়ের আর্তনাদ কোনো না কোনোভাবে ফিরে আসে।
ইসলামে প্রতারণাকে হারাম বলা হয়েছে। রাসুল (সা.) বলেছেন, “যে প্রতারণা করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।” এমনকি পৃথিবীর বিচার এড়িয়ে গেলেও, পরকালে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে।
অন্যের হক্ব নষ্ট করা মারাত্মক গুনাহ
সুতরাং সাময়িক লাভের আশায় কাউকে ঠকিয়ে নয়, বরং ন্যায়ের পথে থেকে, পরিশ্রম আর সততার মাধ্যমে যে সম্পদ আসে, সেটিই প্রকৃত সাফল্য। টাকা নয়, চরিত্রই মানুষের আসল পরিচয়। অন্যকে ঠকিয়ে অর্জিত অর্থ কখনোই আল্লাহর কাছে কবুল নয়।
✍️হাঃ মাওঃ আব্দুল্লাহ্ আফজাল