Breaking News
Home / ইসলাম ধর্ম / শরীকানা কুরবানী নিয়ে জরুরী মাসআলা

শরীকানা কুরবানী নিয়ে জরুরী মাসআলা

শরীকানা কুরবানী নিয়ে জরুরী মাসআলা

কুরবানি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এর সঙ্গে জড়িত কিছু মাসয়ালা জানা জরুরি—

১. শরীকানা কুরবানি: গরু বা উটের কুরবানিতে সর্বোচ্চ ৭ জন শরীক হতে পারেন। প্রত্যেকের নিয়ত কুরবানি হওয়া আবশ্যক। কেউ যদি কুরবানির জায়গায় শুধু মাংস নেওয়ার নিয়ত করে, তবে পুরো কুরবানি বাতিল হবে।

২. গোশত বণ্টন: কুরবানির গোশত তিনভাগে ভাগ করা মুস্তাহাব— একভাগ গরীব-মিসকিনদের, একভাগ আত্মীয়-স্বজনদের, এবং একভাগ নিজের জন্য রাখা যায়। সম্পূর্ণ মাংস নিজে খাওয়াও জায়েজ, তবে গরীবদের দেওয়া অধিক ফজিলতপূর্ণ।

৩. চামড়ার হুকুম: কুরবানির চামড়া বিক্রি করে এর অর্থ নিজের কাজে ব্যবহার করা জায়েজ নয়। সেটা দান করতে হবে মাদরাসা, মসজিদ বা ফকির-মিসকিনদের। কোনো মজুরকে চামড়া দেওয়া যাবে না (যেমন কসাই)। তাকে নির্দিষ্ট পারিশ্রমিক দিতে হবে।

৪. কুরবানির সময়: কুরবানি ঈদুল আযহার দিন থেকে শুরু হয়ে ১২ জিলহজ্জ সূর্যাস্ত পর্যন্ত করা যায়। শহরে ঈদের নামাজের আগে কুরবানি করা জায়েজ নয়।

৫. অক্ষম ব্যক্তি: যার উপর কুরবানি ওয়াজিব না, সেও ইচ্ছা করলে কুরবানি করতে পারে— এতে সে সাওয়াব পাবে।

আরো পড়ুন 👉 কোরবানী সংক্রান্ত যাবতীয় দলিলসহ মাসাইল

৬. পশু নির্বাচনে সতর্কতা: কানা, পঙ্গু, খুব দুর্বল, অথবা যার শরীরে তৃতীয় অংশের বেশি কাটা আছে— এমন পশু কুরবানির উপযুক্ত নয়।

আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন এবং এর মাধ্যমে তাকওয়া অর্জনের তাওফিক দিন।
– আমিন

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

অন্যকে ঠকিয়ে বড়লোক নয়, বরং অভিশপ্ত হওয়া যায়

অন্যকে ঠকিয়ে বড়লোক নয়, বরং অভিশপ্ত হওয়া যায়

(মুসলিমবিডি২৪ডটকম) অন্যকে ঠকিয়ে বড়লোক নয়, বরং অভিশপ্ত হওয়া যায়   জীবনের সাফল্য শুধুই টাকা-পয়সায় নয়, …

Powered by

Hosted By ShareWebHost