Breaking News
Home / ইসলাম ধর্ম / শরীকানা কুরবানী নিয়ে জরুরী মাসআলা

শরীকানা কুরবানী নিয়ে জরুরী মাসআলা

শরীকানা কুরবানী নিয়ে জরুরী মাসআলা

কুরবানি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এর সঙ্গে জড়িত কিছু মাসয়ালা জানা জরুরি—

১. শরীকানা কুরবানি: গরু বা উটের কুরবানিতে সর্বোচ্চ ৭ জন শরীক হতে পারেন। প্রত্যেকের নিয়ত কুরবানি হওয়া আবশ্যক। কেউ যদি কুরবানির জায়গায় শুধু মাংস নেওয়ার নিয়ত করে, তবে পুরো কুরবানি বাতিল হবে।

২. গোশত বণ্টন: কুরবানির গোশত তিনভাগে ভাগ করা মুস্তাহাব— একভাগ গরীব-মিসকিনদের, একভাগ আত্মীয়-স্বজনদের, এবং একভাগ নিজের জন্য রাখা যায়। সম্পূর্ণ মাংস নিজে খাওয়াও জায়েজ, তবে গরীবদের দেওয়া অধিক ফজিলতপূর্ণ।

৩. চামড়ার হুকুম: কুরবানির চামড়া বিক্রি করে এর অর্থ নিজের কাজে ব্যবহার করা জায়েজ নয়। সেটা দান করতে হবে মাদরাসা, মসজিদ বা ফকির-মিসকিনদের। কোনো মজুরকে চামড়া দেওয়া যাবে না (যেমন কসাই)। তাকে নির্দিষ্ট পারিশ্রমিক দিতে হবে।

৪. কুরবানির সময়: কুরবানি ঈদুল আযহার দিন থেকে শুরু হয়ে ১২ জিলহজ্জ সূর্যাস্ত পর্যন্ত করা যায়। শহরে ঈদের নামাজের আগে কুরবানি করা জায়েজ নয়।

৫. অক্ষম ব্যক্তি: যার উপর কুরবানি ওয়াজিব না, সেও ইচ্ছা করলে কুরবানি করতে পারে— এতে সে সাওয়াব পাবে।

আরো পড়ুন 👉 কোরবানী সংক্রান্ত যাবতীয় দলিলসহ মাসাইল

৬. পশু নির্বাচনে সতর্কতা: কানা, পঙ্গু, খুব দুর্বল, অথবা যার শরীরে তৃতীয় অংশের বেশি কাটা আছে— এমন পশু কুরবানির উপযুক্ত নয়।

আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন এবং এর মাধ্যমে তাকওয়া অর্জনের তাওফিক দিন।
– আমিন

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

সিলেট মাদরাসাতুল হুফফাজ ইন্টারন্যাশনাল এর ২০২৪ ও ২০২৫ শিক্ষা বর্ষে প্রতিযোগিতা ও কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল

ভর্তি_চলছে! ভর্তি_চলছে!! ভর্তি_চলছে!!! 🇧🇩 জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক মানের হিফজ শিক্ষা প্রতিষ্ঠান- #সিলেট_মাদ্রাসাতুল_হুফফাজ_ইন্টারন্যাশনাল 🏣 …

Powered by

Hosted By ShareWebHost