Breaking News
Home / ইসলাম ধর্ম / সিলেট মাদরাসাতুল হুফফাজ ইন্টারন্যাশনাল এর ২০২৪ ও ২০২৫ শিক্ষা বর্ষে প্রতিযোগিতা ও কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল

সিলেট মাদরাসাতুল হুফফাজ ইন্টারন্যাশনাল এর ২০২৪ ও ২০২৫ শিক্ষা বর্ষে প্রতিযোগিতা ও কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল

ভর্তি_চলছে! ভর্তি_চলছে!! ভর্তি_চলছে!!!

🇧🇩 জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক মানের হিফজ শিক্ষা প্রতিষ্ঠান- #সিলেট_মাদ্রাসাতুল_হুফফাজ_ইন্টারন্যাশনাল

🏣 ঠিকানা- অগ্রনী-৯, লন্ডনী রোড, পশ্চিম সুবিদবাজার, সিলেট
☎️ 01741696909/01723336529/01772351558

🔶 আসন সংখ্যা সীমিত। আবাসিক/ অনাবাসিক/ ডে- কেয়ার🔶

✅ এতিম ও গরীব অসহায় মেধাবী ছাত্রদের জন্য বিশেষ ছাড় রয়েছে।

♦️২০২৪-২৫ শিক্ষা বর্ষের হিফজ প্রতিযোগিতা ও কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় সাফল্যের উল্লেখযোগ্য অর্জন সমূহ♦️

★ জাতীয় বোর্ড- হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষা বোর্ড কেন্দ্রীয় পরীক্ষা-২০২৫, মোট ৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩৮ জন #মুমতাজ A+ পেয়েছে ও ৫ জন মেধা- তালিকায় #সিরিয়ালপ্রাপ্ত হয়েছে।

★ জাতীয় বোর্ড- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ হিফজ সমাপনী ( তাকমিল) কেন্দ্রীয় পরীক্ষা- ২০২৫, মোট ১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই #মুমতাজ A+ পেয়েছে ও ৫ জন মেধা- তালিকায় #সিরিয়ালপ্রাপ্ত হয়েছে।

★জাতীয় বোর্ড- হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষা বোর্ড কেন্দ্রীয় পরীক্ষা-২০২৪, মোট ১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই #মুমতাজ (A+) ও ১জন মেধা তালিকায় #সিরিয়াল প্রাপ্ত হয়েছে।

★জাতীয় বোর্ড- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ হিফজ সমাপনী (তাকমিল) কেন্দ্রীয় পরীক্ষা-২০২৪, মোট ৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই #মুমতাজ (A+) ও #৬_জন মেধা তালিকায় #সিরিয়াল প্রাপ্ত হয়েছে।

★ RTV সম্প্রচারিত মাহে রমজানে ইফতারের পূর্বে GPH ispat আলোকিত কুরআন-২০২৫, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা সরাসরি টিভি রাউন্ডে সারা বাংলাদেশে #১৮_তম স্থান অর্জন।

★তালিমুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত সিলেট বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪, সিলেট জেলা অডিশনে ১৫ পারা গ্রুপে ৭ম, ৮ম, ১০ম স্থান অর্জন।

★ গাভূরটেকি মাদরাসায় অনুষ্ঠিত কুরআনের সূর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪, পূর্ণ ৩০ পারা গ্রুপে সিলেট জেলা পর্যায়ে #১ম_স্থান অর্জন।

★ তালিমুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত সিলেট বিভাগীয় ব্যতিক্রমী হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪, গ্র‍্যান্ড ফিনালে পুরো সিলেট বিভাগে ১৫ পারা গ্রুপে #১ম_স্থান অর্জন ও সেরা ২০ এ আরেকজন ১৬ তম স্থান অর্জন করেছে।

★ খিদমাতুল উম্মাহ যুব সমাজ পরিষদ দত্তগ্রাম, চারখাই, বিয়ানীবাজার এর উদ্যোগে আয়োজিত সিলেট জেলা হিফজুল কুরআন প্রতিযোগিতায় পূর্ণ ৩০ পারা গ্রুপে #৫ম_স্থান ও ৭ম স্থান অর্জন।

★ আল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় পূর্ণ ৩০ পারা গ্রুপে সেরা ২০ গ্র‍্যান্ড ফিনালে ২ জন পুরস্কারপ্রাপ্ত।

★ NTV সম্প্রচারিত PHP কুরআনের আলো জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেট জেলা অডিশনে পূর্ণ ৩০ পারা গ্রুপে ১জন #Yes_Card প্রাপ্ত।

★ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার সিলেট সদর ও মহানগরে ৫, ১০, ২০, ৩০ পারা সকল গ্রুপে #১ম_স্থান সহ #২য়_স্থান, #৩য়_স্থান মোট ৮ জন পুরস্কারপাপ্ত।

★ RTV সম্প্রচারিত GPH ispat আলোকিত কুরআন-২০২৫ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার সিলেট বিভাগীয় অডিশনে ৩ জন #Yes_Card পুরস্কারপ্রাপ্ত।

★ আর-রহমান ইসলামী সমাজকল্যাণ পরিষদ, নয়াপাড়া, তোয়াকুল, গোয়াইনঘাট, সিলেট এর উদ্যোগে আয়োজিত সিলেট বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় পুরো সিলেট বিভাগে ১৫ পারা গ্রুপে #১ম_স্থান অর্জন।

★ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলা পর্যায়ে পূর্ণ ৩০ পারা গ্রুপে #২য়_স্থান অর্জন।

★ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট বিভাগীয় পর্যায়ে পূর্ণ ৩০ পারা গ্রুপে #৪র্থ_স্থান অর্জন।

★ হামরকোনা বয়েজ ক্লাব শেরপুর কর্তৃক আয়োজিত সিলেট বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় পূর্ণ ৩০ পারা গ্রুপে #৫ম ও ৬ষ্ঠ স্থান অর্জন।

★ মাহে রমজানে ইফতারের পূর্বে RTV সম্প্রচারিত GPH ispat আলোকিত কুরআন-২০২৫, সারা বাংলাদেশের হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে #সেরা_৩০ অর্থাৎ টিভি রাউন্ড এর জন্য নির্বাচিত।

★ আত-তাকওয়া ফাউন্ডেশন সিলেট, বাংলাদেশ কর্তৃক আয়োজিত সিলেট বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় পূর্ণ ৩০ পারা গ্রুপে #৪র্থ_স্থান অর্জন।

★ গহরপুর আন-নূর জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় পূর্ণ ৩০ পারা গ্রুপে #৪র্থ_স্থান অর্জন।

🔴 আমাদের বিভাগ সমূহ!🔴

➡️ আদর্শ নাজেরা ও নুরানি বিভাগ
➡️ ইন্টা. হিফজ সবকী বিভাগ
➡️ ইন্টা. হিফজ রিভিশন বিভাগ (তাকমিল)
➡️ ইন্টা. হিফজ প্রতিযোগিতা বিভাগ

☎️ ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ- 01741696909/01723336529

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

সকল কাজে আলহামদুলিল্লাহ

সকল কাজে আলহামদুলিল্লাহ

(মুসলিমবিডি২৪ডটকম) সুখে-দুঃখে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিৎ। সুখের কাজে আল্লাহর শুকরিয়া আদায় করার …

Powered by

Hosted By ShareWebHost