(মুসলিমবিডি২৪ডটকম)
বউ-মাকে শেখানোর ক্ষেত্রে মাত্রাজ্ঞান ঠিক রাখা উচিত
অনেক শাশুড়ি-মা আছেন, আদরের আদলে বউ-মাকে এত বেশি নির্দেশনা দেন যে, বউ-মার মতামত প্রকাশের কোনো জায়গাই থাকে না।
এমনকি অনেকে তো বউমা কোন কাপড় পরবে সেটাও বলে দেয়, বাচ্চাকে কোন জামাকাপড় পরানো হবে সেটাও বলে দেয়।
‘হয়তো পারবে না, পারলেও হবে না’ এ আশঙ্কায় মায়েরা সবকিছু বলে দেন।
‘সবকিছু তোমার ভালোর জন্যই করছি। শেখো শেখো, কাজে লাগবে; ওখানে যেয়ো না, এর সাথে কথা বোলো না, ওর সাথে কখনো মিশবে না।’
নিঃসন্দেহে শাশুড়িরা ভালোর জন্যই বলেন। তবে ভালো করতে গিয়ে যেন হিতে বিপরীত না হয়।
আদর করার সঠিক উপায়টা তো আপনাকে খেয়াল করতে হবে। জেনারেশন গ্যাপকে মাথায় রাখতে হবে।
আপনার রুচি, পছন্দ, আদর্শ অনেক সময়ই আপনার চেয়ে ২০, ২৫ বছরের ছোট বউ-মার মতো হবে না। কিছু মতের অমিল তো থাকতেই পারে।
আরো পড়ুনঃ স্ত্রীলোক রাগান্বিত হলে কি করা উচিৎ
তার রেসপনসিবিলিটির জায়গাগুলো আপনি তাকে বুঝিয়ে দিতে পারেন।
বউ- মাকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারলে তো আপনি একটু বিশ্রাম নিতে পারেন।
সবকিছু শিখিয়ে পড়িয়ে বলে বলে করানোর চেয়ে আপনি তাকে দায়িত্ব দিয়ে ছেড়ে রাখতে পারেন।
একটু ভুল করে, হোঁচট খেয়ে, ভেঙে-গড়ে আপনার চোখের সামনে আপনার জীবদ্দশাতেই আপনার বউ-মা ঘরকন্নার কাজগুলো শিখে গেল।
আপনার ছেলের চিরদিনের সঙ্গীকে সারাদিন নির্দেশনার মাঝে না রেখে উনাকেও একটি স্পেস দিলেন।
বই : অন্দরমহল লেখক : উম্মে মুসআব প্রকাশক উমেদ প্রকাশ