Breaking News
Home / ইসলাম ধর্ম / খলীফা মানসূরের ঘটনা

খলীফা মানসূরের ঘটনা

(মুসলিমবিডি২৪ডটকম)

খলীফা মানসূরের ঘটনা
একবার খলীফা মানসূর আব্বাসী হযরত আব্দুর রহমানের নিকট বলেন যে, আমাকে কিছু উপদেশ দিন। আব্দুর

রহমান তখন বলেন, হযরত উমর ইবনে আব্দুল আযীয (রহ.) ইন্তেকালের সময় ১১টি ছেলে সন্তান রেখে যান।

এবং পরিত্যক্ত সম্পদের মধ্যে মাত্র ৭০টি দিনার রেখে যান। তন্মধ্যে ৫টি দিনার কাফনের কাপড়ের জন্য এবং দু

দিনার কবরের জায়গা ক্রয়ের জন্য এবং অবশিষ্ট দিনার শিশু ছেলেদের মধ্যে বণ্টন করে দেন। প্রত্যেক ছেলের

ভাগে ১৯ দিরহাম পড়ে। অপরদিকে হিশাম ইবনে আব্দুল মালেকের ইন্তেকালের সময় তিনি ১১ জন ছেলে সন্তান

রেখে মারা যান। তাদের পিতার পরিত্যক্ত সম্পদের মধ্যে প্রত্যেকেই দশ লক্ষ দেরহাম করে ভাগে পান। তারপর

আমি হযরত উমর ইবনে আব্দুল আযীযের এক ছেলেকে দেখলাম যে, তিনি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য একশত

ঘোড়া প্রেরণ করেন। তখন হিশামের এক ছেলেকে রাস্তায় ভিক্ষা করতে দেখলাম।

আল্লামা দামেরী (রহ.) বলেন, উল্লেখিত ঘটনাটি কোন আশ্চর্যের বিষয় নয়। কেননা হযরত উমর ইবনে আব্দুল

আযীয (রহ.) তার সন্তানগণকে আল্লাহ তাআলার নিকট সোপর্দ করেছিলেন। তাই আল্লাহ তাআলা তাদের জন্য

যথেষ্ট হয়ে যান এবং তিনি তাদেরকে সম্পদশালী করে দেন। পক্ষান্তরে হিশাম তার সন্তানদেরকে জাগতিক

সম্পদের উপর সোপর্দ করেছিলেন। তাই তার পরিণামে হল আল্লাহ তাআলা তাদেরকে নিঃস্ব করে দেন।

About মুহাম্মদ আবদুল্লাহ

আমি মাওলানা মোঃ আব্দুল্লাহ। 15ই এপ্রিল 1994 ঈসায়ি রোজ শুক্রবার মৌলভীবাজার জেলার হামরকোনায়( দাউদপুর) জন্মগ্রহণ করি। শিক্ষা জীবনের শুরুটা প্রাথমিক বিদ্যালয় দিয়ে হলেও 4 বছরের মাথায় ইসলামিক শিক্ষা অর্জনের লক্ষ্যে নিজ উদ্যোগে মাদ্রাসায় ভর্তি হই! আলহামদুলিল্লাহ! সর্বশেষ 2017 ঈসায়ি কওমি মাদ্রাসার উচ্চতর ডিগ্রী মাস্টার্স (দাওরায়ে হাদিস) হযরত শাহ সুলতান রহ. মাদ্রাসা থেকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়ার মাধ্যমে সম্পন্ন করি! নিজে যা কিছু জেনেছি তা লিখনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমৃত্যু ইসলাম ও মানবতার সম্পর্কে জানতে ও জানাতে এই সাইটের সাথে সংযুক্ত হয়েছি! আল্লাহ আমাকে ও সবাইকে কবুল করুন।আমিন!!!

Check Also

পুরুষের গায়রত বা আত্মমর্যাদা কি

মুসলিমবিডি২৪ডটকম  গায়রত কী? সাহাবীরা তাদের স্ত্রী’র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না। এটাই গায়রত। একজন গায়রতহীন …

Powered by

Hosted By ShareWebHost