(মুসলিমবিডি২৪ডটকম)
সুখে-দুঃখে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিৎ। সুখের কাজে আল্লাহর শুকরিয়া আদায় করার
কারণ হলো আমরা এর দ্বারা সুখ পাচ্ছি। আনন্দ ও আরাম পাচ্ছি। আর দুঃখের সময় আল্লাহর শুকরিয়া আদায় করার
কারণ হলো, যদিও বিষয়টি আমাদের কাছে দুঃখের বা কষ্টের মনে হচ্ছে কিন্তু আল্লাহ তায়ালার জ্ঞানে হয়তো তা
আমাদের জন্য কল্যাণ বা মঙ্গলের। কথাগুলো ক্লিয়ারলি বুঝতে নিচের ঘটনাটি পড়ুন।
এক গ্রামে এক ব্যক্তি তিনটি প্রাণী পোষত। প্রাণীগুলো ছিল, গাধা, কুকুর ও মোরগ। মোরগ তাকে সকাল বেলা
ঘুম থেকে জাগাত। কুকুর তার ঘর পাহারা দিত এবং গাধা ব্যবহারের পানি ও ঘরের আসবাবপত্র বহন করে একস্থান
থেকে অন্য স্থানে নিয়ে যেত। একদিন হঠাৎ এক শিয়াল এসে সে মোরগটি খেয়ে ফেলল। এতে লোকটি মর্মাহত
হল। লোকটি যেহেতু আল্লাহভীরু ছিলেন, তাই বললেন, হয়ত এতে আল্লাহ তাআলা আমার জন্য কোন না কোন
মঙ্গল নিহিত রেখেছেন। তারপর অন্য একদিন বাঘ এসে গাধার পেট ছিড়ে ফেললে গাধাটিও মারা গেল। তাতেও
লোকটি বলল, হয়ত আল্লাহ আমার জন্য কোন কল্যাণ নিহিত রেখেছেন। এর কিছুদিন পর রোগে আক্রান্ত হয়ে
কুকুরটিও মারা গেল। তাতেও লোকটি পূর্বোক্ত মন্তব্যই করল।
একদিনের ঘটনা। লোকটি সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখল যে, তার প্রতিবেশি সকলকেই রাজার পুলিশ
বাহিনী গ্রেফতার করে নিয়ে গেছে। গ্রেফতারের কারণ হল, তাদের পোষা জন্তু-জানোয়ারগুলোর চিৎকারে
শহরের হাকিমের কষ্ট হত। সুতরাং এ সৎ লোকটির পোষা জন্তুগুলোর মৃত্যুতে আল্লাহ তাআলার পক্ষ থেকে এ
কল্যাণ ছিল যে, লোকটি গ্রেফতার থেকে বেঁচে গেল। এ ঘটনা দ্বারা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, যে ব্যক্তি আল্লাহ
তাআলার মেহেরবাণীর রহস্য উপলব্দি করতে পারে সে আল্লাহ তাআলার প্রতিটি কাজেই সন্তুষ্ট থাকে।