(মুসলিমবিডি২৪ডটকম)
আমরা কখনও আল্লাহর কাছে দোয়া করি স্বীয় প্রয়োজনে, কাঙ্ক্ষিত জিনিস পাওয়ার আশায়। তবে সব সময় তা
পাওয়া হয় না, দোয়া কবুল হয় না। কিন্তু এমন কিছু সময় আছে যখন দোয়া করলে আশা করা যায় আল্লাহ তা কবুল
করবেন। আসুন সেই সময় সম্পর্কে জেনে নেয়া যাক।
দোয়া কবুল হওয়ার সময় বা যখন দোয়া কবুল হয়
(১) কদরের রাত্রি (শবে কদর) রমযানের শেষ দশদিনের বেজোড় রাত্রিগুলি, (২১, ২৩, ২৫, ২৭ ও ২৯তম রাত্রি)
তবে এর মধ্যে ২১ ও ২৭ তম রাত্রে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সর্বাধিক। (২) আরাফার পূর্ণদিন (যিলহজ্জের
নবম তারিখ)। (৩) রমযান মাস। (৪) জুমার রাত্রি। (৫) জুমার দিন (৬) রাত্রির শেষ তৃতীয়াংশ (৭) সাহরীর সময়।
যে অবস্থায় দোয়া কবুল হয়
(১) আযান হওয়া কালীন (২) আযান ও একামতের মধ্যখানে (৩) কোন ব্যক্তি বালা-মুসিবতের মধ্যে পতিত
হলে (৪) জিদহাদের ময়দানে কাতারবন্দী অবস্থায় দোয়া করলে (৫) ফরয নামাযের পর (৬) কোরআনে কারীমের
তেলাওয়াত হতে ফারেগ হওয়ার পর (৭) কোরআনে করীমের খতমের পর (৮) যমযমের পানি পান করার।
সময় (৯) মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির প্রাণ বাহির হওয়ার সময়। (১০) মুসলমানদের ধর্মীয় সমাবেশে। (১১)
যিকিরের মজলিসে। (১২) মৃত ব্যক্তির চক্ষু বন্ধ করার সময় দোয়া করলে। (১৩) বৃষ্টি বর্ষণের সময়। (১৪) কা'বা
শরীফের প্রতি দৃষ্টি পড়ার সময়।
যেখানে দোয়া কবুল হয়
(১) মাতাফের মধ্যে। (২) মুলতাযামের নিকট। (৩) মিযাবের নীচে। (কাবা শরীফের ছাদের পানি নির্গত হবার
স্থানে) (৪) বায়তুল্লাহর ভিতরে। (৫) যমযম কুপের নিকটে। (৬) সাফা পাহাড়ের উপর। (৭) মারওয়া
পাহাড়ের উপর। (৮) মাস'য়া (ছায়ী করার স্থান) এর মধ্যে। (৯) মাকামে ইব্রাহিমের পিছনে। (১০) আরাফাতের
ময়দানে। (১১) মুযদালিফার মধ্যে। (১২) মীনার মধ্যে। (১৩) মিনায় অবস্থিত (শয়তানকে পাথর) তিনটি স্তম্ভের
নিকটে। (১৪) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওযা শরীফের নিকটে।
যাদের দোয়া কবুল হয়
(১) বিপদগ্রস্ত ও অসহায় ব্যক্তির দোয়া । (২) মযলুম (অত্যাচারিত ব্যক্তি) এর দোয়া। (৩) নিজ সন্তানের জন্য
পিতার দোয়া। (৪) ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধানের দোয়া। (৫) পিতা-মাতার সাথে সদ্ব্যবহারকারী এবং তাদের
খেদমতকারী সন্তানের দোয়া। (৬) প্রত্যেক নেক্কার ব্যক্তির দোয়া (৭) মুসাফিরের দোয়া। (৮) ইফতারের সময়
রোযাদার ব্যক্তির দোয়া। (৯) এক মুসলমানের অপর মুসলমান ভাইয়ের জন্য তার অসাক্ষাতে দোয়া করলে।