(মুসলিমবিডি২৪ডটকম)
আমরা কখনও কোনো আশা পুরণ হওয়ার জন্য বা বিপদে পড়ে আল্লাহ তায়া'লার কাছে দোয়া করি। কিন্তু দেখা যায়
অধিকাংশ সময় আমাদের দোয়া কবুল হয় না। তার অন্যতম কারণ হলো দোয়ার আদব বা নিয়ম মেনে দোয়া
করি না। তাই আসুন আজ আলোচনা করা যাক কি কি আদব বা নিয়ম মেনে দোয়া করলে আমাদের দোয়া কবুল
হবে।
দোয়ার আদবসমূহ
(১) যে কোন কাজ একমাত্র আল্লাহ তা'আলার সন্তুষ্টির
জন্য করা
(অন্য কোন উদ্দেশ্যে নয়)। (২) পানাহার, পরিধান ও
উপার্জনের মধ্যে হারাম বস্তু পরিত্যাগ করা । (৩) দোয়া করার পূর্বে যে কোন নেক আমল করা। (৪) পাক-পবিত্র
এবং পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া। (৫) ওযু করা। (৬) কেবলামুখী হওয়া। (৭) দোয়া করার পূর্বে নফল নামায
পড়া। (৮) দোয়ার পূর্বে ও পরে আল্লাহ তা'আলার প্রশংসা করা। (৯) দোয়ার পূর্বে ও পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। (১০) দোয়া করার সময় আদবের সহিত থাকা। (১১) কাকুতি-
মিনতির সাথে দোয়া করা। (১২) নিজের দীনতা-হীনতা ও অসহায়ত্ব প্রকাশ করা। (১৩) আল্লাহ তা'আলার গুণবাচক
নামের ওসিলা দিয়ে দোয়া করা। (১৪) দোয়ার মধ্যে ইচ্ছাকৃতভাবে ছন্দযুক্ত বাক্য ব্যবহার করা হতে বিরত
থাকা। (১৫) দোয়ার মধ্যে ইচ্ছাকৃতভাবে সুর অবলম্বন করা হতে বিরত থাকা। (১৬) নবী-রাসূলদের ওসিলা দিয়ে
দোয়া করা। (১৭) অনুচ্চস্বরে দোয়া করা। (১৮) নিজ গোনাহের স্বীকারোক্তির সাথে দোয়া করা। (১৯)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যে সব দোয়া বর্ণিত রয়েছে সেগুলি অবলম্বন করা। (২০) দোয়ার
আরম্ভ নিজ থেকে করা। অতঃপর নিজ মা, বাপ এবং অন্যান্য মুমিন ভাইদের জন্য দোয়া করা। (২১) শুধু
নিজের জন্য নয়, বরং সকলের জন্য দু'আ করা। (২২) পূর্ণ একীন ও নিশ্চয়তার সাথে দোয়া করা। (২৩) অত্যন্ত
আবেগ ও আগ্রহের সাথে দোয়া করা। (২৪) অন্তরের অন্তঃস্থল হতে পূর্ণ উদ্যমের সাথে দোয়া করা। (২৫) একই
মকছুদের জন্য বার বার দোয়া করা। (২৬) কোন গোনাহের অথবা আত্মীয়তা বিচ্ছেদের জন্য দোয়া না করা।
(২৭) দোয়ার মধ্যে সীমালঙ্ঘন না করা (অসম্ভব কিছু না চাওয়া। (২৮) দোয়াকারী এবং দোয়া শ্রবণকারী উভয়ে
সম্মিলিত মুনাজাতে নিজ নিজ ইচ্ছানুযায়ী দোয়া করা। (২৯) দোয়া শেষ করার পর উভয় হাত মুখমণ্ডলের উপর
ফেরানো। (৩০) দোয়া কবুল হওয়ার ব্যাপারে তাড়াহুড়া না করা।