(মুসলিমবিডি২৪ডটকম)
বাচ্চা ছোট। মেধা বুদ্ধি-কম। ভালো-মন্দ তফাৎ করার যোগ্যতা কম। সে খেলা-ধুলা করবে। দৌড়-ঝাপ করবে।
এটাই স্বাভাবিক। কিন্তু এই কাজটাই কোনো এক সময় তার জন্য করা মোটেই ঠিক নয়। তখন আমরা তাদের
ধমক দেই। রাগারাগি করি। চোখ রাঙাই।
আসলে এগুলো করা আমাদের জন্য ঠিক নয়। আমাদের
উচিৎ হলো তাকে বুঝাবো। তার সমজ অনুযায়ী তাকে সঠিক বিষয়টি উপলব্ধি করতে সাহায্য করবো।
চলুন দেখি, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছোট বাচ্চাদের উপদেশ দিতেন কীভাবে! একবার উমর ইবনে
আবু সালামা রাযিয়াল্লাহু আনহু নবীজীর সঙ্গে একই দস্তরখানে বসেছেন খাবার খেতে। ঘটনা কী- তা স্বয়ং
উমর ইবনে আবু সালমা রাযিয়াল্লাহু আনহুর মুখেই শুনুন। তিনি বলেন- আমি তখন ছোট ছিলাম। খাবারের পাত্রে
আমার হাত বিক্ষিপ্তভাবে চালিত হচ্ছিল।’
এ দেখে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বললেন- يَا غُلَامُ ! سَمِّ اللَّهَ وَكُلْ بِيَمِينِكَ وَكُلْ مِمَّا يَلِيكَ.
বৎস! আল্লাহর নাম নাও; ডান হাতে খাও এবং তোমার পাশ থেকে খাও। [সহীহ বুখারী, হাদীস নং ৫৩৭৬, সহীহ
মুসলিম, হাদীস নং ২০২২]
লক্ষ করুন, নবীজী তাঁর সঙ্গে কত সুন্দর ও কোমল আচরণ করেছেন! কত সংক্ষিপ্ত ও গ্রহণযোগ্য পন্থায়
উদ্দিষ্ট ব্যক্তির কাছে সংশোধনের বার্তা পৌঁছে দিয়েছেন!
আমাদেরও উচিৎ আমরা তাদের কাছে সংশোধন বার্তা
পৌঁছে দেব সংক্ষিপ্ত পদ্ধতিতে, গ্রহণযোগ্য পন্থায়।