(মুসলিমবিডি২৪ডটকম)
কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে ইলম মানে কী? তুমি তাকে আজকের এ কথাগুলো বলতে পারো যে, ইলম
মানে কী, আমি আপনাকে সহজে বুঝিয়ে দিচ্ছি। আপনার, আমার, আমাদের সবারই জন্ম আছে, মৃত্যু আছে। এটা
তো সহজ কথা। যে কেউ বুঝতে পারে। আমরা কেউ জন্মের দিকে আর ফিরে যেতে পারবো না। কারণ সময়ের
চাকা সামনের দিকে চলেছে। সময়ের চাকা পিছনের দিকে ঘোরবে না। সুতরাং আমাদেরকে মৃত্যুর দিকেই এগিয়ে
যেতে হবে, আর মৃত্যুর রয়েছে নির্ধারিত সময়। আল্লাহ বলেছেন প্রত্যেক মানুষকেই মৃত্যুর পেয়ালায় চুমুক দিতে
হবে। তাহলে তো আমার জীবনটা এমন সুন্দর হওয়া দরকার যাতে আমার মৃত্যুটা সুন্দর হয়, শান্তির হয়, কষ্টের
না হয়, আযাবের না হয়। মৃত্যুর পেয়ালায় যখন চুমুক দেবো তখন শরবতটা যেন শীতল সুমিষ্ট হয়। (তো ইলম
মানে হচ্ছে সুন্দর মৃত্যুলাভের জন্য সুন্দর জীবন গড়ার চেষ্টা ও সাধনা)। এটা যারা করে তাদেরকে বলা হয়
তালিবে ইলম। আর এই কাজটাকে বলে তলবে ইলম।
তো বাজান! আমি হলাম এই ইলমের তালিবে ইলম। এই হলো আমার আসল পরিচয়। এই হলো আমার জীবনের
লক্ষ্য ও উদ্দেশ্য। আমি ছাত্র না, তুমিও ছাত্র না; আমরা তালিবে ইলম। নিজেকে চিনতে চেষ্টা করো, আত্মপরিচয়
ধারণ করো। নিজের মূল্য, মর্যাদা ও গুরুত্ব বুঝতে চেষ্টা করো। লেখাপড়ার কথা বলো না, কখনোই না। নিজেকে
ছাত্র বলে ছোট করো না, অপমানিত করো না, কখনো না। তুমি তালিবে ইলম
তুমি জন্ম-মৃত্যুর রহস্য সম্পর্কে সাধনা করছো। তুমি জীবনকে সুন্দর করার, মৃত্যুকে সুন্দর করার জন্য
মোজাহাদা করছো, এটা হলো তোমার আমার আসল পরিচয়।