(মুসলিমবিডি২৪ডটকম)
জিজ্ঞাসা: যে ব্যক্তির কুরআনে কারীম মোটেও মুখস্ত নেই, সে কিভাবে নামাজ আদায় করবে?
সমাধান: যে ব্যক্তির কুরআনে কারীম মোটেও মুখস্ত নেই, সে ব্যক্তি কিরাআতের পরিবর্তে سبحان الله
অথবা الحمد لله পড়বে । কিন্তু তার জন্যে খুব দ্রুত কুরআনে কারীম মুখস্ত করা ফরজ। ফরজ আদায়
হওয়া পরিমাণ কুরআন মুখস্ত করা ফরজ। ওয়াজিব আদায় হওয়া পরিমাণ কুরআন মুখস্ত করা
ওয়াজিব। মুখস্ত না করলে মারাত্মক গোনাহগার হবে। (মেশকাত শরীফ ক্বেরাত অধ্যায়, ফাতাওয়ায়ে হিন্দিয়া -১/৬৯, আহসানুল ফাতাওয়া -৩/৭৯