Home / ই- কমার্স / সাদা ও রঙিন কাপড়ের দাগ নিমিষেই হয়ে যাক সাফ

সাদা ও রঙিন কাপড়ের দাগ নিমিষেই হয়ে যাক সাফ

বিডি২৪ডটকম 

সাদা কিংবা রঙিন কাপড়ের দাগ নিমিষেই করবে সাফ

মানুষের তা বাড়ায়,সবচেয়ে সুন্দর পোষাক হচ্ছে সাদা, সাদা পোশাক যে কোন বর্ণের মানুষ কে মানাবেই।

কিন্তু এই সাদা পোশাকে যখনই দাগ পরে তখনই সেটা হয়ে যায় সব থেকে বিশ্রী।

রঙিন পোশাকে দাগ পড়লে যতটা ভেসে উঠে তার চেয়ে বহুগুণ ভেসে উঠে সাদা কাপড়ের দাগ।

কোন দাগ উঠানো যায়

যং বা মরিচা পরে,মবিল বা গ্রেস পরে যদি  দাগ লাগে। কলমের লেগে দাগ পরে। এক কথায় যেকোন ধরনের দাগ নিমিষেই উঠিয়ে ফেলতে পারবেন।

আমাদের এই মেডিসিন ব্যবহার করে। এটা কাপড়ের কোন ি করবে না,মাত্র 2 মিনিটে দাগ পরিষ্কার করবে।

সাদা কিংবা রঙিন কাপড়ের দাগ নিমিষেই করবে সাফ।

সাদা কিংবা রঙিন কাপড়ের দাগ নিমিষেই করবে সাফ

 মেডিসি সংগ্রহ করুন আমাদের থেকে

মেডিসিনের খুচরা প্রাইজ 50/= টাকা সারা দেশে করা হয়। ব্যবসা করতে চাইলেও পাইকারি রেটে নিতে পারবেন। ইনশা 50% বান হবেন।

সাদা কিংবা রঙিন কাপড়ের দাগ নিমিষেই করবে সাফ

অর্ডার করতে কল করুন WhatsApp নাম্বারে +8801303-721460 +8801752-036640

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

ইউনিক ডিজাইনের ডায়মন্ড হাত ঘড়ি

(মুসলিমবিডি২৪ডটকম) Luxury Diomond Bracelet Watch for Women   আপনার জন্য নিয়ে এসেছি সুপার ডুপার সেরা …

Powered by

Hosted By ShareWebHost