Home / ইসলামিক নিউজ / ইন্টারন্যাশনাল অনলাইন হিফজুল কুরআন মাদরাসা

ইন্টারন্যাশনাল অনলাইন হিফজুল কুরআন মাদরাসা

 

ইন্টারন্যাশনাল অনলাইন হিফজুল কুরআন মাদরাসা

সালামু আলাইকুম,,
সুখবর! সুখবর! সুখবর!

প্রত্যেক ের উপর কুরআন শিক্ষা করা ফরজ, আপনি কি আপ কে কুরআন শিক্ষা দিতে চাচ্ছেন? তাকে আজই ভর্তি করুন আমাদের অনলাইন ুল কুরআন মাদরাসায়।

বয়স্কদের জন্যও বাসায় বসে অনলাইনে সহীহ কুরআন শিক্ষা, নামাজ শিক্ষা, জরুরী মাস,আলা মাসায়েল শিক্ষা করার আলাদা কোর্সের ব্যবস্থা আছে।

জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কারপ্রাপ্ত হাফিজ ছাত্রদের গর্বিত উস্তাদ হাফিজ ক্বারী জামাদিউল তাসকিন সাহেবের স্ত একটি অনলাইন হিফজুল কুরআন মাদরাসা এবং অনলাইনে কুরআন শিক্ষার সবচেয়ে নির্ভরযোগ্য প্লাটফর্ম।

আমরা সারা বিশ্বে অনলাইনের মাধ্যমে বাংলা ভাষাভাষীদের মাঝে কুরআন শিক্ষা দিয়ে থাকি।

আমাদের বিভাগসমূহ

ক. নূরাণী (কায়দা, তাজবিদ, মাসায়েল, মাসনুন , হাদীস)

খ. নাজেরা (আমপারা, র্পূণ ত্রিশপারা)

গ. হিফজ সবকী (কুরআন মুখস্ত করা, তাজবিদ সহ)

ঘ. হিফজ খতমি (আন্তর্জাতিক মানসম্মত হাফেজ গড়ে হিসেবে তোলা)।

বিশ্বের একাধিক দেশের বহু (অনেক) ছাত্র অলরেডি আমাদের এখানে ভর্তি আছে এবং নিয়মিত ক্লাস করে যাচ্ছে।

আমরা যেভাবে ক্লাস নিয়ে থাকি

একজন ছাত্রের জন্য একজন
আমাদের এই মাদরাসায় ক্লাস নিয়ে থাকেন এক ঝাক তরুণ ও মেধাবি বিজ্ঞ প্রশিক্ষনপ্রাপ্ত আন্তর্জাতিক মানের হাফিজ ক্বারী শিক্ষক শিক্ষিকাগণ।
আপনার সন্তানের অবসর যেকোনো সময়ে ক্লাসের সময় নির্ধারণ করতে পারবেন।

ক্লাসগুলো নেওয়া হয় #হোয়াটসঅ্যাপে_ও_গুগল_মিট এর মাধ্যমে।

আপনার সন্তানকে ভর্তি করতে আজই যোগাযোগ করুন।

☎️ কল করুন সরাসরি, হোয়াটসঅ্যাপ, ইমো +8801741696909

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

সিলেটে আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান সিলেট মাদরাসাতুল হুফফাজ ইন্টারন্যাশনালে ভর্তি চলছে

📣📣 ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!📣📣 🏣 প্রতিষ্ঠার প্রথম বছরই 🇧🇩জাতীয় পুরস্কারপ্রাপ্ত!সিলেটে আলোড়ন সৃষ্টিকারী …

Powered by

Hosted By ShareWebHost