Breaking News
Home / ইসলাম ধর্ম / শবে মেরাজ উদযাপন কুরআন সুন্নাহ পরিপন্থী একটি বেদাত

শবে মেরাজ উদযাপন কুরআন সুন্নাহ পরিপন্থী একটি বেদাত

শবে মেরাজ উদযাপন একটি কুরআন সুন্নাহ বিরোধী

শবে-মেরাজ যাপন কুরআন-সুন্নাহ পরিপন্থী একটি বেদাত।

 

“মেরাজ” প্রিয় নবী সঃ এর অন্যতম মুজেযা এবং মর্যাদা। আরবীতে বলা হয় اعزاز و اعجاز

 

কুরআন ও হাদীস দ্ধারা প্রমানিত প্রিয় নবী (সঃ) এর মেরাজ কেউ অস্বীকার করলে ঈমান থাকবেনা।

 

তিনি স্বশরীরে যে রাতে মেরাজ ও ইসরার বিস্ময়কর সফর করেছেন,

 

সে রাত ছিল খুবই বরকতময়,কিন্তু সে রাত লাইলাতুল কদরের মত প্রতি বছর ফিরে আসে,

 

এর কোন প্রমাণ থাকা তো দুরের কবে তা সংঘটিত হয়েছিল তা নিয়ে রয়েছে ব্যপক মতভেদ।

 

ঐতিহাসিকগণ এব্যাপারে ত্রিশটির বেশি উক্তি উল্লেখ করেছেন।

 

এসব উক্তির মধ্যে ২৭ শে রজব মেরাজ সংঘটিত হওয়ার কথা ও পাওয়া যায়,এ উক্তিকে প্রধান্য দেয়ার কোন সুযোগ নেই,

 

ইতিহাসবিদদের মতামতের ভিত্তিতে মেরাজ উদযাপন করতে হলে প্রতি বছর অন্তত ডজন রাত্রিতে মেরাজ করতে হবে!

 

মুলতঃ এ রাত্রিকে মানুষ যাতে মনগড়া এবাদাতের জন্য বিশেষিত না করে

এজন্য আল্লাহ ও তাঁর রাসুল মেরাজের রাত্রি নির্ধারিত করে দেননি, সাহাবায়ে কেরাম ও তাবেঈন কেউ তা পালন করেননি।

 

বিশ্বের সব যুগের মুহাদ্দিস ও ফাকীহদের সর্ব সম্মত মত অনুযায়ী শবে মেরাজ উদযাপন,

এ উপলক্ষে বিশেষ পড়া, রাখা বিদআত।

আরো জানুন  উপমহাদেশে শিরক ও বিদআতের সূচনা যেভাবে হলো

 

প্রিয় নবী সঃ বলেন,প্রত্যেক বিদআত পথভ্রষ্টতা,আর প্রত্যেক পথ ভ্রষ্টতার স্থান জাহান্।(আবু দাউদ,নাসায়ী) নাউজুবিল্লাহ!

বিদআতের ব্যাপারে আমাদের নমনীয়তা দেখানোর সুযোগ নেই,কঠোর হস্তে দমন করতে কয়েকটি পদক্ষেপ নিতে হবে।

আরো জানুন জন্ম দিবস মৃত্যু দিবস ও শোক দিবস পালন করা বিদআত

1. রজব মাসে মেরাজ উপলক্ষে বিশেষ ওয়াজ মাহফিলের আয়োজন করে বিদআত বন্ধ হবেনা,

বিষ প্রয়োগ করে যেমন বিষ নষ্ট করা বোকামি, ঠিক তেমনিবিদআত করে বিদআত বন্ধ চিন্তা করা বোকামি ।

2.সারা বছর ব্যাপী বিক্ষিপ্তভাবে মেরাজের আলোচনা হতে পারে,মুলত শুধু রজব মাসে মেরাজের আলোচনা বিদআতের প্রমোট বৈ কিছু নয়।

 

হযরত উমর (রাঃ) যে সকল মানুষ রজব মাসে বিশেষ রোজা রাখত তাদের হাতের তালুতে আঘাত করে রোজা ভাঙ্গতে বাধ্য করতেন (মুসান্নাফে ইবনে আবি শায়বা)

 

3.তথাকথিত মেরাজ দিে আলেম উলামাদের প্রকাশ্য কিছু পানাহার করার মাধ্যমে এর অসারতা তুলে ধরা উচিত।

 

4.মেরাজ পালনের নয়, মেরাজ তাওহীদ ও নামাজের গুরুত্ব অনুধাবনের,এবিষয়টি বিশেষভাবে তুলে ধরা প্রয়োজন।

 

আল্লাহ আমাদের বিদআত ও শিরিক মুক্ত দ্বীনের উপর চলার তাওফিক দিন।

 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ?MD AFJALツ ফলো করুন।

Check Also

রামাদ্বান এর প্রস্তুতি

রামাদ্বান এর প্রস্তুতি

মাহে রমজনের জন্য অতি প্রয়োজনীয় ৮টি প্রস্তুতি ১) রোজার মাসে কিভাবে বেশি বেশি ইবাদত বন্দেগি …

Powered by

Hosted By ShareWebHost