(মুসলিমবিডি২৪ডটকম)

প্রশ্ন:- কোন দিনকে কিয়ামতের দিন বলা হয়? উত্তর:- কিয়ামতের দিন ওই দিনকে বলা হয় যে দিন সব মানুষ ও প্রাণী মরে যাবে, সারা বিশ্ব ধ্বংস হয়ে
যাবে, পাহাড়গুলো তুলার ন্যায় উড়তে থাকবে, তারকারাজি খসে পড়বে। মোটকথা যেদিন সবকিছু ভেঙেচুরে ধ্বংস হয়ে যাবে সেই দিনকে কেয়ামত
দিবস বলা হয়। প্রশ্ন:- কেয়ামত কবে সংঘটিত হবে? উত্তর:- কেয়ামত অত্যাসন্ন প্রায়। তবে এর সঠিক দিন- তারিখ একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কেউ
জানে না। তবে এতটুকু জানা আছে যে সেদিন মহরম মাসের ১০ তারিখ শুক্রবার হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামতের
কিছু আলামত বর্ণনা করেছেন এসব আলামত থেকে কেয়ামতের আগমন সম্পর্কে আন্দাজ করা যেতে পারে। কেয়ামতের আলামত কি? রাসূল সাঃ
বলেন:- কেয়ামতের আলামত হলো, পৃথিবীতে গুনাহ অধিক হারে সংঘটিত হতে থাকবে, মানুষ নিজের মাতা পিতার নাফরমানি করবে এবং তাদের
সঙ্গে কঠোরতা প্রদর্শন করতে শুরু করবে, আমানতে যখন খেয়ানত হতে থাকবে, গান বাজনা ও নাচ তামাশা যখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে,
যখন মানুষ পূর্বপুরুষদের সমালোচনায় মুখর হবে, অশিক্ষিত ও স্বল্প শিক্ষিত লোকেরা যখন নেতৃত্বের আসনের সমাসীন হবে, রাখাল বা এ ধরনের নিম্ন
শ্রেণীর লোকেরা যখন বড় বড় সুউচ্চ ইমারতের মালিক হবে, অনুপযুক্ত লোকেরা যখন বড় বড় পদে অধিষ্ঠিত হবে তখন মনে করবে কেয়ামত অত্যাসন্ন।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

