(মুসলিমবিডি২৪ডটকম)

সংক্ষিপ্ত ও খোলামেলা পোশাক যদি কেবল ব্যক্তি-স্বাধীনতার বিষয় হতো, তাহলে পুরুষরাও মেয়েদের মতো খোলামেলা ও সংক্ষিপ্ত পোশাক পরে বেড়াত। পুরুষ স্বাভাবিক পোশাক পরলেও শীতের কষ্ট কিংবা গ্রীষ্মের গরমেও নারীকে শর্টকার্ট পোশাকে রাখতেই স্বচ্ছন্দবোধ করে আজকের শয়তানী সভ্যতা।
নারীকে স্বাধীনতা দেওয়ার নামে কী চাইছে তারা
সেটা আর বলার অপেক্ষা রাখে?যে স্বাধীনতা ব্যক্তি ও সমাজের নিরাপত্তা বিঘ্নিত করে, তা কখনো অনুমোদিত হতে পারে না। এ কারণেই ইসলাম পুরুষের জন্য চোখের পর্দা আর নারীর জন্য সৌন্দর্যের পর্দার নির্দেশ দিয়েছে।
নারী শিক্ষা সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি যুগে যুগে নারী শিক্ষার স্বরূপ বিশ্লেষণ
ব্যাংক থেকে কাড়ি কাড়ি টাকার বাণ্ডিল উত্তোলনের পর স্বচ্ছ পলিথিনে ঝুলিয়ে রাস্তায় হাঁটলে বিপদের মুখে পড়ার সম্ভাবনাই বেশি। এক্ষেত্রে আমার টাকা কীভাবে বহন করবো, সেটা আমার চয়েজ—এমন অসার যুক্তি কেউ দেয় না। স্বচ্ছ পলিথিনে টাকা বহন করলেই তা ছিনিয়ে নিয়ে যাওয়া যেমন অপরাধ, তেমনি স্বচ্ছ পলিথিনে টাকা বহন করাও অপরাধ সংঘটনে সহায়ক কাজ।
নিজেকে নিয়ে কেউ নোংরা কল্পনা করুক কোনো ব্যক্তিত্বসম্পন্ন নারী তা চায় না। তেমনিভাবে কোনো আত্মসম্মানবোধসম্পন্ন পুরুষ তার পরিবারের মেয়েদের পরপুরুষের চোখ ও কল্পনার খোরাক হওয়া সহ্য করতে পারেন না।
আরো পড়ুনঃ
নারী সমাজ কেন আজ নির্যাতিত, নারীদের পোষাক কেমন হবেঃ ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ, ইসলাম নারীদের কেমন চোখে দেখে ?
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

