Breaking News
Home / আল হাদীস / শবে বরাতেও আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করবেন না

শবে বরাতেও আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করবেন না

(২৪ডটকম)

শবে বরাতেও আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করবেন না

রাসুল সা. বলেন: নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবানের ১৫ তারিখ রাতে প্রথম আকাশে আগমন করেন এবং কালব গোত্রের পালিত

ছাগলের শরীরের পশমের চেয়েও অধিক সংখ্যক বান্দাকে ক্ষমা করেন।(তিরমিযি শরিফ) তবে এই বিরাট ফজিলতপূর্ণ রাত্রিতেও

আল্লাহ তাআলা কিছু মানুষকে ক্ষমা করবেন না। তারা হলো:

১/ আল্লাহ তাআলার সত্তার সাথে কাউকে শরিক করা। অর্থাৎ অষ্তীত্ব স্বীকার করার সাথে সাথে , গাভী, ইত্যাদির

পূজা করা। অথবা আল্লাহ তাআলার সাথে সাথে অন্যকেও আলিমুল গায়েব বা অদৃশ্যের খবর সম্পর্কে জ্ঞাত মনে করা। অন্য কাউকে

সকর ক্ষমতার অধিকারি মনে করা।২/ কোনো মুসলমান ভাইয়ের সাথে বিদ্বেষপোষণ করা।৩/ আত্মীয়স্বজন বা অনাত্মীদের

আদায় না করা। তাদের সাথে অসদাচরণ করা।৪/ পায়জামা লঙ্গি ইত্যাদি কাপড় চোপড় টাখনুর নিচে পরিধান করা।৫/ মাথা-

পিতার নাফরমানি করা। ৬/ মদ পান করা। ৭/ চাঁদাবাজি করা। ৮/ ঘুষ নেওয়া। ৯/ জাদু করা। ১০/ গায়েব বা অদৃশ্যের খবর

জানার দাবি করে বিভিন্ন সংবাদ বলা। ১১/ হাতের রেখা দেখে তাকদির বলা, ফলনামা দিয়ে কাজ করা। ১২/ ঢোল, হারমোনিয়াম

ইত্যাদি বাদ্যযন্ত্র বাজানো। ১৩/ স্বামীর অবাধ্যতা করা। ১৪/ জুয়া বা পাশা খেলা। ১৫/ উস্তাদ অসুন্তষ্ট হয় এমন কাজ করা। ১৬/

ফরজ হক আদায়ের ক্ষেত্রে কৃপনতা করা। যেমন, সামর্থ থাকা সত্বেও স্ত্রীর ভরণ-পোষণে কৃপণতা করা। ১৭/ আদায় না করা।

১৮/ যাকাত না দেওয়া। ১৯/ খুব বেশী লোভী হওয়া। সম্পদের প্রাচুর্য সত্বেও সন্তষ্ট না হওয়া। ২০/ গিবত, পরনিন্দা করা। ২১/ করা। (শবে বরাত শবে কদর ফাজায়েল ও মাসায়েল)

আরও পড়ুন:

হাদিসের আলোকে শবে বরাতের গুরুত্ব, ফজিলত ও আমল
শবে বরাত ও এরাত্রির ইবাদতের ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিতঃনঙ্গে আসলাফ আফজল
বৈরাগ্যতা বনাম ইসলাম

About মুহাম্মদ আবদুল্লাহ

আমি মাওলানা মোঃ আব্দুল্লাহ। 15ই এপ্রিল 1994 ঈসায়ি রোজ শুক্রবার মৌলভীবাজার জেলার হামরকোনায়( দাউদপুর) জন্মগ্রহণ করি। শিক্ষা জীবনের শুরুটা প্রাথমিক বিদ্যালয় দিয়ে হলেও 4 বছরের মাথায় ইসলামিক শিক্ষা অর্জনের লক্ষ্যে নিজ উদ্যোগে মাদ্রাসায় ভর্তি হই! আলহামদুলিল্লাহ! সর্বশেষ 2017 ঈসায়ি কওমি মাদ্রাসার উচ্চতর ডিগ্রী মাস্টার্স (দাওরায়ে হাদিস) হযরত শাহ সুলতান রহ. মাদ্রাসা থেকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়ার মাধ্যমে সম্পন্ন করি! নিজে যা কিছু জেনেছি তা লিখনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমৃত্যু ইসলাম ও মানবতার সম্পর্কে জানতে ও জানাতে এই সাইটের সাথে সংযুক্ত হয়েছি! আল্লাহ আমাকে ও সবাইকে কবুল করুন।আমিন!!!

Check Also

কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ

কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ

(মুসলিমবিডি২৪ডটকম) এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসিয়া আরজ করলেন …

Powered by

Hosted By ShareWebHost