(মুসলিমবিডি২৪ডটকম)
হযরত মাওলানা আশরাফ আলী থানবি রহ. বলেন: দুনিয়ার মধ্যে আরাম-আয়েশের জন্য একটিই উপায়। তা
হলো:- মাখলুকের উপর ভরসা ছেড়ে দেওয়া। যেমন তুমি এমন ভরসা কর না যে, অমুক ব্যক্তি আমার সাথে
ভালো কাজ করবে। অমুক ব্যক্তি আমার কাজে আসবে ইত্যাদি। অমুক ব্যক্তি আমার সুঃখে-দুঃখে পাশে থাকবে এই
সমস্ত যত কিছু আছে, সমস্ত ভরসা লোকের উপর না করে একমাত্র আল্লাহ তাআলার উপর ছেড়ে দাও। একমাত্র
আল্লাহর উপর ভরসা কর। কেননা লোকের থেকে কোনো কিছু পাওয়ার আশা- আখাংঙ্খা খতম করার পর যদি
তাদের কাছ থেকে ভালো কোনো কিছু মিলে তাহলে তা যেহেতু চাওয়া-পাওয়ার ভরসা ব্যতিতই মিলেছে সুতরাং
তার মধ্যে অনেক আনন্দ পাওয়া যায়। আর যদি মানুষের মধ্য থেকে কোনো কষ্ট-বিপদ আসে, তাহলে মনে
অধিক কষ্ট নিওনা। এজন্য যে, ভালো কিছুর ভরসা তো করনি। কষ্ট পাওয়ার ভরসাও ছিলনা। যা তুমি পেয়েছ,
তা চাওয়া ব্যতিত পেয়েছ। উহার মধ্যে অতিরিক্ত কষ্ট পাওয়ার কিছুই নেই। সুতরাং যদি তুমি এই একটি মাত্র
বিষয় অনুসরণ করে চলতে পারো তাহলে তুমি অবশ্যই দুনিয়াতে আরাম আয়েশে থাকতে পারবে।
আরও পড়ুন:-
পৃথিবীতে কেউ শতভাগ সুখী নয়
দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা করা জায়েয নয়
এসলাহের অজিফা