Home / আল্লাহর ওলীগণ / দুনিয়াতে সুখে-শান্তিতে থাকার উপায়

দুনিয়াতে সুখে-শান্তিতে থাকার উপায়

(বিডি২৪ডটকম)

দুনিয়াতে সুখে-শান্তিতে থাকার উপায়

ওলানা আশরাফ আলী বলেন: দুনিয়ার মধ্যে আরাম-েশের জন্য একটিই উপায়। তা

হলো:- মাখলুকের উপর ভরা ছেড়ে দেওয়া। যেমন তুমি এমন ভরসা কর না যে, অমুক ব্যক্তি আমার সাথে

ভালো কাজ করবে। অমুক ব্যক্তি আমার কাজে আসবে ইত্যাদি। অমুক ব্যক্তি আমার সুঃখে-দুঃখে পাশে থাকবে এই

সমস্ত যত কিছু আছে, সমস্ত ভরসা লোকের উপর না করে একমাত্র আল্লাহ তাআলার উপর ছেড়ে দাও। একমাত্র

আল্লাহর উপর ভরসা কর। কেননা লোকের থেকে কোনো কিছু পাওয়ার আশা- আখাংঙ্খা খতম করার পর যদি

তাদের কাছ থেকে ভালো কোনো কিছু মিলে তাহলে তা যেহেতু চাওয়া-পাওয়ার ভরসা ব্যতিতই মিলেছে সুতরাং

তার মধ্যে অনেক আনন্দ পাওয়া যায়। আর যদি মানুষের মধ্য থেকে কোনো কষ্ট-বিপদ আসে, তাহলে মনে

অধিক কষ্ট নিওনা। এজন্য যে, ভালো কিছুর ভরসা তো করনি। কষ্ট পাওয়ার ভরসাও ছিলনা। যা তুমি পেয়েছ,

তা চাওয়া ব্যতিত পেয়েছ। উহার মধ্যে অতিরিক্ত কষ্ট পাওয়ার কিছুই নেই। সুতরাং যদি তুমি এই একটি মাত্র

বিষয় অনুসরণ করে চলতে পারো তাহলে তুমি অবশ্যই দুনিয়াতে আরাম আয়েশে থাকতে পারবে।

আরও পড়ুন:-

পৃথিবীতে কেউ শতভাগ সুখী নয়
দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা করা জায়েয নয়
এসলাহের অজিফা

About মুহাম্মদ আবদুল্লাহ

আমি মাওলানা মোঃ আব্দুল্লাহ। 15ই এপ্রিল 1994 ঈসায়ি রোজ শুক্রবার মৌলভীবাজার জেলার হামরকোনায়( দাউদপুর) জন্মগ্রহণ করি। শিক্ষা জীবনের শুরুটা প্রাথমিক বিদ্যালয় দিয়ে হলেও 4 বছরের মাথায় ইসলামিক শিক্ষা অর্জনের লক্ষ্যে নিজ উদ্যোগে মাদ্রাসায় ভর্তি হই! আলহামদুলিল্লাহ! সর্বশেষ 2017 ঈসায়ি কওমি মাদ্রাসার উচ্চতর ডিগ্রী মাস্টার্স (দাওরায়ে হাদিস) হযরত শাহ সুলতান রহ. মাদ্রাসা থেকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়ার মাধ্যমে সম্পন্ন করি! নিজে যা কিছু জেনেছি তা লিখনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমৃত্যু ইসলাম ও মানবতার সম্পর্কে জানতে ও জানাতে এই সাইটের সাথে সংযুক্ত হয়েছি! আল্লাহ আমাকে ও সবাইকে কবুল করুন।আমিন!!!

Check Also

অহংকারের অপকারিতা

অহংকারের অপকারিতা

(মুসলিমবিডি২৪ডটকম) ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন অহংকারের অনেক অপকারিতা রয়েছে:-(এক) বড়ত্ব আল্লাহ তাআলার গুন। আর …

Powered by

Hosted By ShareWebHost