(মুসলিমবিডি২৪ডটকম)

কবর জিয়ারত করা জায়িয আছে। এর জন্য মুস্তাহাব দিন হলো বৃহষ্পতিবার, না পারলে শুক্রবার অন্যথায় শনিবার। তবে এই তিন
দিনের মধ্যে শুক্রবার দিনই সর্বোত্তম। (ফাতওয়ায়ে শামী 3/150)
রাতে বা দিনে যে কোনো সময় কবর জিয়ারত করতে যাওয়া জায়িয। কোনো অসুবিধা নেই। কেননা হাদিস শরিফে মুতলক ভাবে
জিয়ারতের অনুমতি দেওয়া হয়েছে। সেখানে রাত দিন কিছুই বলা হয়নি। (ফাতওয়ায়ে দারুল উলূম 5/453)
কবরের পাশে দাড়িঁয়ে কুরআন শরিফ তেলাওয়াত করা জায়িয। যেমন: ফজিলতের বিভিন্ন সূরা; সূরা ইয়াসিন, সূরা মূলক, সূরা
তাকাসূর, সূরা ইখলাস ইত্যাদি। এর দ্বারা মৃত ব্যক্তির আযাব প্রশমিত হয়। (আহসানুল ফাতওয়া 4/186)
আরও পড়ুন:-
আলেমদের কথার বিরোধীতা করলে কবরে কি কি শাস্তি হতে পারে
পস্রাবের ছিঠা থেকে না বাচায় কবরে ভয়াবহ শাস্তি
কবরে রাখার পরও জীবীত ছিলেন যিনি
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

