(মুসলিমবিডি২৪ডটকম)

মানুষের যে কোনো অঙ্গ কেনাকাটা করা, ট্রান্সফার করে নিজের অঙ্গে লাগিয়ে ব্যবহার করা জায়েয নেই।চাই তা বিনিময়ে হোক বা
ফ্রিতে।কারো মনে প্রশ্ন আসতে পারে! তাহলে রক্ত দেওয়া জায়েয হয় কিভাবে? এই প্রশ্নের উত্তর ফিকাহবিদগণ এভাবে দিয়েছেন যে,
স্বেচ্ছায় রক্ত দানের মাসআলা ভিন্ন। কেননা রক্ত দেওয়ার দ্বারা রক্তদাতার সামান্য যে ত্রুটি হয় পরবর্তিতে তা পূর্ণ হয়ে যায়। কিন্ত
অঙ্গ-প্রত্যঙ্গ; উদাহরণস্বরুপ হাত, পা, চোখ ইত্যাদি ট্রান্সফার করার দ্বারা যে ক্ষতি হয় তা পূর্ণ হওয়ার নয়। তাই উভয় মাসআলা
ভিন্ন। অতএব, অঙ্গ কেনাকাটা করা বা ট্রান্সফার করে ব্যবহার করা জায়েয নেই। (জাওয়াহিরুল ফিকহ ২/৪১, ইযাহুন নাওয়াদির ১/১১২)
আরও পড়ুন:-
কয়েকটি আধুনিক পেশা সম্পর্কে শরঈ বিধান
ইসালে সাওয়াব ও একটি মাসআলা
দৈনিক মাটি দুনিয়ার মানুষকে যে হুশিয়ারি দেয়
MuslimBD24.Com Islamic blog site Bangladesh


খুব উপযোগী পোষ্ট, মা শা আল্লাহ।
জাযাকাল্লাহ।