(মুসলিমবিডি২৪ডটকম)
হযরত ইয়াকুব আঃ এর চারজন স্ত্রী ছিলেন। তারা হলেন:-
(এক) লাইয়াহ, তার গর্ভে হযরত ইয়াকুব আঃ এর ছয়জন ছেলে জন্ম লাভ করেন। তারা হলেন:- ১/ রাউবান,
২/ শামঊন, ৩/ লাভী, ৪/ ইয়াহুদা, ৫/ আশকার , ৬/ যাবলুন।
হযরত খিজির আ. এর বর্তমান অবস্থা
(দুই) বালহা, তার গর্ভে হযরত ইয়াকুব আঃ এর দু’জন ছেলে জন্ম লাভ করেন। তারা হলেন:- ১/ দান, ২/ নাফতানী।
হযরত খিজির আ. এর নাম, নাম করনের কারণ
(তিন) যুলফা, তার গর্ভে হযরত ইয়াকুব আঃ এর দু’জন ছেলে জন্ম লাভ করেন। তারা হলেন:- ১/ জাদ, ২/ আশির।
(চার) রাহিল, তার গর্ভে হযরত ইয়াকুব আঃ এর দু’জন ছেলে জন্ম লাভ করেন। তারা হলেন:- ১/ হযরত ইউসূফ আঃ, ২/ বিনইয়ামিন।