(মুসলিমবিডি২৪ডটকম)

আমি এক student পড়াই। ক্লাস ফাইভে পড়ে। তবে আমি তাকে কুরআন মজিদ পড়াই। তাদের family মর্ডাণ হলেও ইসলামের প্রতি
তাদের যথেষ্ট আগ্রহ রয়েছে। নিয়ম মতো নামাজ, রোজা পালনের পাশাপাশি বিভিন্ন তাসবিহ তাহলিলও পালন করেন। এমনকি আশুরার রোজাও তাদের বাদ যায় না।
YouTube থেকে বিভিন্ন বক্তার ওয়াজও শুনেন। একদিন আমার student প্রশ্ন করলো; আচ্ছা বলুনতো! তাহেরি কি হুজুর? আমি বললাম:-
কেন? হঠাৎ এই প্রশ্ন কেন? সে উত্তর দিল:- তিনি তো ওয়াজের মাঠে গান গেয়ে থাকেন! তাই। আমি কিছু সময় নিরব থাকলাম
এবং বললাম: সে তো মাজারি আলেম তাই গানও গায় ওয়াজ ও করে।
প্রকৃতপক্ষে বাংলাদেশের ওয়াজগুলো হচ্ছে মানুষকে আল্লাহর দিকে
ফিরিয়ে আনার একটি বড় মাধ্যম। কিন্ত বর্তমানে ওয়াজের মাঠগুলো এক একটি গানের আসরে রূপধারণ করছে। কিছু কিছু বক্তা নিজেকে ভাইরাল করার জন্য
ওয়াজের মঞ্চে বিভিন্ন গান গেয়ে থাকেন। যার কারণে মানুষ আল্লাহর দিকে ফিরে আসা তো দূর কি বাত আরো বক্তার সুমধুর কন্ঠে গানের দু’একটা
কলি শুনে বাড়ীতে এসে YouTube এ সার্চ করে পুরো গান শুনে। আল্লাহ তা’য়ালা আমাদেরকে এই হারাম গান এবং তার গায়ক ওয়াজি থেকে হেফাজত করুন। আমীন!!
আরও পড়ুন:-
একজন তাপসি নারীর গল্প
একটি শিক্ষণীয় গল্প
হযরত ওমর( রাঃ) ও মদ্দপ্য যুবকের গল্প
আমার সেই গল্পঃ হাতিম আল-ফেরদৌসী
মা ছেলের ঋণ পরিশোধের গল্প
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

