(মুসলিমবিডি২৪ডটকম)

বিশেষ তিনটি সুন্নত
উলামায়ে কেরাম বলেন:- তিনটি সুন্নত এমন রয়েছে; যেগুলোর উপর আমল করলে অন্যান্য সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যায়!সেগুলো হলো:-
প্রথম সুন্নত:- বেশি বেশি সালামের প্রচার-প্রসার করা। আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করা।
সালামের ক্ষেত্রে লক্ষনীয় হলো ”আসসালামু” এর মীমের পেশের উচ্চারণ ও হামযাহ এর উচ্চারণ ভালোভাবে করা।
দ্বিতীয় সুন্নত:- তুলনামূলক প্রত্যেক ভালোমানের কাজে ডান দিককে প্রাধান্য দেওয়া। যেমন:- মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করা।
জামা পরিধান করার সময় ডান হাত আগে প্রবেশ করানো। খানা ডান হাত দিয়ে খাওয়া ইত্যাদি।
এবং প্রত্যেক নিম্নমানের কাজে বাম দিককে ব্যবহার করা। যেমন:- বাথরুমে প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করা। বাম হাত দিয়ে শৌচকার্জ সম্পাদন করা ইত্যাদি।
তৃতীয় সুন্নত:- বেশি বেশি আল্লাহর যিকির করা। যেমন:- উপরে উঠার সময় “আল্লাহু আকবার” বলা।
নিচে নামার সময় “সুবহানাল্লাহ” বলা। এবং সমতল ভূমিতে চলার সময় “লা ইলাহা ইল্লাল্লাহ’’ বলা।
আরও পড়ুন:-
নামাজে সুন্নত কেরাত সমূহ
আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে রাসুল সাঃ এর সুন্নত মিসওয়াক
নামাজের সুন্নতে মুআক্কাদাহ সমুহ
ওজু ও গোসলের সুন্নত সমূহ
চিকিৎসা করার সুন্নাত তরীকা
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

