Breaking News
Home / আল হাদীস / নাম পরিবর্তন

নাম পরিবর্তন

(মুসলিমবিডি২৪ডটকম)

নাম পরিবর্তন

নাম পরিবর্তন

অর্থহীন, বিজাতিয়, আপত্তিকর, ব্যঙ্গ ও বিকৃত করে নাম ডাকা ইসলাম সমর্থন করে না। আল্লাহ তায়ালা বলেন: তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। (সুরা হুজরাত ১১)

হযরত আয়শা রা. বলেন: নাবী সা. খারাপ নাম পরিবর্তন করে দিতেন।(মিশকাত হা.৪৫৬৭)

নাবী করিম সা. এর সামনে কেউ এলেই প্রথমে তার নাম জিজ্ঞাস করতেন এবং তা পছন্দ হলে খুশি হতেন। এই খুশির ভাব তাঁর পবিত্র চেহারায় প্রতিবিম্বিত হতো। কিন্ত অপছন্দ হলে তার মুখমন্ডলে বিরক্তির ভাব প্রকাশ পেত। এবং কোনো ব্যক্তির নাম অপছন্দ হলে সঙ্গে সঙ্গে তার নাম পরিবর্তন করে দিতেন।

যেমন: হযরত আলী রা. বলেন: যখন হাসানের রা. জন্ম হয় তখন তার নাম রাখলাম হারব(যুদ্ব)। তিনি বলেন, তারপর রাসুল সা. এসে বললেন: ছেলেকে আমায় দেখাও! তার কী নাম রেখেছো?

আমরা বললাম: হারব (যুদ্ব)। তিনি সা. বললেন: বরং সে হাসান (সুন্দর)।

যখন হুসাইনের রা. জন্ম হয় তখন তার নামও রাখলাম হারব (যুদ্ব)।

তারপর রাসুল সা. এসে বললেন: ছেলেকে আমায় দেখাও! তার কী নাম রেখেছো?

আমরা বললাম: হারব (যুদ্ব)। তিনি সা. বললেন: বরং সে হুসাইন (সুন্দর)।

আলী রা. বলেন: যখন আমার তৃতীয় সন্তান জন্মগ্রহণ করে তখন তার নামও রাখলাম হারব (যুদ্ব)।

তারপর রাসুল সা. এসে বললেন: ছেলেকে আমায় দেখাও! তার কী নাম রেখেছো?

আমরা বললাম: হারব (যুদ্ব)। তিনি বললেন: বরং সে মুহসিন (পরোপকারী)।(মুসনাদে আহমদ/আদাবুল মুফরাদ হা.৮২৩)

হযরত ইবনে উমর রা. থেকে বর্ণিত আছে, তিনি বলেন: রাসুল সা. হযরত আশিয়াহর রা.(বিদ্রোহীনি, একগুঁয়ে) নাম পরিবর্তন করে দিয়েছিলেন এবং বলেছিলেন: তুমি জামিলা (সুন্দরী)। (মুসলিম/মিশকাত হা.৪৫৫২, তিরমিযি হা.২৭৭৫)

হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন: হযরত যাইনাবের নাম ছিল বার্রা (অত্যন্ত ধার্মিকা)। বলা হলো যে, সে নিজের প্রতি উচ্চ ধারণা পোষণ করে।

রাসুল সা. তাই তার নাম রাখলেন “যাইনাব”(সুগন্ধময় ফুল)।(বুখারী হা.৫৭৫১)

হযরত সাইদ ইবনুল মুসায়্যিব রা. বর্ণনা করেন, তিনি তার দাদা থেকে শুনেছেন: রাসুল সা. মুসায়্যিবের দাদাকে জিজ্ঞাস করলেন-তোমার নাম কি?

তিনি উত্তর দিলেন: হাজর (রুক্ষ বা শক্ত মাটি)।

রাসুল সা. বললেন: তুমি সাহল (নরম মাটি)। (বুখারী হা.৫৭৪৮)

তাই সকল মুসলিম অভিভাবকের উচিত শখ করে  অর্থহীন, কুরুচিপূর্ণ কোনো নাম রাখলে বা ডাকলে সেই নাম পরিবর্তন করা এবং কোনো মুসলিম সন্তানের নাম যেন এরূপ না হয় সে ব্যাপারে সচেতন থাকা।

আরও পড়ুন:

ইসলামিক নামের শ্রেণীবিভাগ
আধুনিকতার ছুয়ায় ইসলামি নাম
আসুন! নামাযগুলো সুন্দর করে পড়ি

 

 

About মুহাম্মদ আবদুল্লাহ

আমি মাওলানা মোঃ আব্দুল্লাহ। 15ই এপ্রিল 1994 ঈসায়ি রোজ শুক্রবার মৌলভীবাজার জেলার হামরকোনায়( দাউদপুর) জন্মগ্রহণ করি। শিক্ষা জীবনের শুরুটা প্রাথমিক বিদ্যালয় দিয়ে হলেও 4 বছরের মাথায় ইসলামিক শিক্ষা অর্জনের লক্ষ্যে নিজ উদ্যোগে মাদ্রাসায় ভর্তি হই! আলহামদুলিল্লাহ! সর্বশেষ 2017 ঈসায়ি কওমি মাদ্রাসার উচ্চতর ডিগ্রী মাস্টার্স (দাওরায়ে হাদিস) হযরত শাহ সুলতান রহ. মাদ্রাসা থেকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়ার মাধ্যমে সম্পন্ন করি! নিজে যা কিছু জেনেছি তা লিখনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমৃত্যু ইসলাম ও মানবতার সম্পর্কে জানতে ও জানাতে এই সাইটের সাথে সংযুক্ত হয়েছি! আল্লাহ আমাকে ও সবাইকে কবুল করুন।আমিন!!!

Check Also

কাদের দোয়া বেশি কবুল হয়

কাদের দোয়া বেশি কবুল হয়

(মুসলিমবিডি24ডটকম) عن ابي هريرة رضي الله عنه قال،قال رسول الله صلي الله عليه سلم ثلثة …

Powered by

Hosted By ShareWebHost