(মুসলিমবিডি২৪ডটকম) 
নবীর আনুগত্য অপরিহার্য
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুওয়ত ও রিসালাতের প্রতি ঈমান আনার অনিবার্য দাবী এই যে,
তাঁর প্রতিটি কথাকে সত্য বলে বিশ্বাস করা হবে এবং তাঁর প্রতিটি আদেশ নিষেধ মান্য করা হবে।
সুতরাং কেউ যদি বলে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহর প্রেরিত সত্য নবী ও রাসুল বলে তো স্বীকার করি,
তবে গায়ব ও আখেরাত সম্পর্কে তাঁর অমুক বার্তা আকল ও যুক্তি বিরোধী বলে বিশ্বাস করি না,
অথবা তার অমুক আদেশ বা নিষেধ যুগোপযোগী নয় বলে গ্রহণ করতে পারবো না,
তাহলে এটা হবে সুস্পষ্ট কুফর এবং আল্লাহর প্রতি বিদ্রোহের নামান্তর।
ইরশাদ হয়েছে – (হে নবী! আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাসো অর্থাৎ তাঁর ইবাদত ও দাসত্ব করতে চাও তাহলে আমাকে অনুসরণ করো,
এতে আল্লাহ তোমাদের ভালোবাসবেন অর্থাৎ তোমাদের ইবাদত ও দাসত্ব গ্রহণ করবেন, আর তোমাদের গোনাহ সমুহ মাফ করে দিবেন।
আর আল্লাহ তো পরম ক্ষমাশীল, পরম করুণাময়।) [আলে ইমরান, ৩১]
আরো ইরশাদ হয়েছে-( আর রাসূল সাঃ তোমাদের যা আদেশ করেন তা গ্রহণ করো,
আর যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত হও।) সুরা হাশর , ৭
আরো পড়ুন 👇👇
নবীজী (সা.)-এর অপমানে মুসলমানদের করণীয়, নবীজির যাদুময়ী কথার প্রভাব
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

