Breaking News
Home / নবী ও রাসুল / দুরূদ পাঠে যত ফযীলত

দুরূদ পাঠে যত ফযীলত

(মুসলিমবিডি২৪ডট কম)

দুরূদ পাঠে যত ফজীলত

ক.

আপনি নিজের দুয়াতে যতো বেশি নবী ﷺ-এর ওপর দুরুদ পাঠ করবেন আপনার দুয়া ততো দ্রুত কবুল হবে। তবে এই পাঠ হতে হবে অন্তর থেকে, জেনে-বুঝে এবং পরিপূর্ণ আনুগত্যের মেজাজে।

 

আল্লাহুম্ সাল্লি আলা মুহাম্

 

খ.

আপনি একবার একনিষ্ঠতার সাথে আল্লাহর ﷺ ওপর দুরুদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা দশবার আপনার ওপর (অপরিমিত) রহমত বর্ষণ করবেন। আল্লাহ যখন বান্দাকে কোনো সওয়াব দেন তখন তাতে তিনি কোনো পরিমাণে আবদ্ধ ন না। যতো খুশি ততো দেন। পাপের বেলায় খুব হিসাব করে পাপ লেখার অনুমতি দেন। এক জাররা পরিমাণ বেশি লেখার অনুমতি নেই।

 

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ﷺ

 

গ.

একবার দুরুদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা দুরুদ পাঠকারীর দশটি মাফ করেন। মর্যাদার দশটি মরতবা বাড়িয়ে দেন।

 

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ﷺ

 

ঘ.

কিয়ামতের দিন রাসূল ﷺ-এর শাফায়াত পাওয়ার যোগ্য হিসেবে সেই অধির বিবেচিত হবেন যিনি অতিমাত্রায় পূর্ণ আনুগত্যের ে আল্লাহর রাসূল ﷺ-এর ওপর দুরুদ পাঠ করবেন।

 

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ﷺ

 

ঙ.

যিনি নবী ﷺ-এর ওপর বেশিবেশি দুরুদ পাঠ করবেন আল্লাহর তাঁর জন্য যথেষ্ট হয়ে যাবেন।

 

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ﷺ

 

চ.

যিনি আল্লাহর রাসূল ﷺ-এর ওপর দুরুদ পাঠ করবেন তাঁর জন্য নিষ্পাপ ফেরেশতারা দুয়া করতে থাকবে।

 

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ﷺ

 

ছ.

অধিক দুরুদ পাঠকারী ব্যক্তি গুনাহ থেকে বাঁচার সুযোগ পান এবং আল্লাহর নির্দেশ পালনে নিজেকে সঁপে দিতে সক্ষম হন।

 

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ﷺ

 

জ.

অধিক দুরুদ পাঠকারী ব্যক্তি সম্পদের কৃপণতা এবং অন্তরের অনুদারতা থেকে মুক্তি পান। আল্লাহর নৈকট্য, সার্বিক বারাকাহ এবং আত্মিক সুকুন পেয়ে ধন্য হওয়ার তাওফিক পান।

 

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ﷺ

 

ঝ.

ইলাহী কারীমের দিকে কলব, নফস এবং রুহের যে দরজা রয়েছে সেগুলো টপাটপ খুলে যায় নবী ﷺ-এর ওপর অধিক পরিমাণে দুরুদ পাঠ করলে।

 

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ﷺ

 

এরপরও কী দুরুদ পাঠে অমনোযোগী থাকবেন?

আরো পড়ুন

রাসূল সা: কে অনুসরণ করার সঠিক পদ্ধতি

রাসূলের অনুগত্যে সাহাবীগণ (রাযি.)

প্রচলিত মিলাদ মাহফিলে কিয়াম করার শরয়ী হুকুম

বিসমিল্লাহ ও দুরূদ অশুদ্ধ বা অসম্পূর্ণ বলা ও লেখা

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

সহীহভাবে নামায আদায় না করার শাস্তি

সহীহভাবে নামায আদায় না করার শাস্তি

(মুসলিম বিডি২৪.কম) بسم الله الرحمن الرحيم সহীহভাবে নামায না পড়ার শাস্তি নিম্নে দেয়া হলো ঈমানের …

Powered by

Hosted By ShareWebHost