(মুসলিমবিডি২৪ডটকম)

কুরবানির পশুর গলায় মালা পড়ানো ও মালাটি নিজ হাতে তৈরি করে দেওয়া একটি বিলুপ্ত হয়ে যাওয়া সুন্নাহ
আয়েশা (রাঃ) বললেন,আমি নিজ হাতে আল্লাহর রাসূল (সাঃ) এর কুরবানীর পশুর জন্য কিলাদা (মালা) পাকিয়ে দিয়েছি,
আর তিনি নিজ হাতে পশুকে কিলাদা (মালা) পরিয়ে দেন। এরপর আমার পিতার সঙ্গে তা পাঠান। (সহিহ বুখারী, হাদিস নং ১৭০০)
‘আয়েশা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমি নবী (সাঃ) এর কুরবানীর পশুর জন্য মালা পাকিয়ে দিতাম,
আর তিনি তা বকরীর (ছাগলের) গলায় পরিয়ে দিতেন। (সহিহ বুখারী, হাদিস নং ১৭০২)
আমাদের উচিত এই সুন্নাতের উপর আমল করা। প্রতিটি সুন্নাতের গুরুত্ব রয়েছে।
আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ) হ’তে বর্ণিত, রাসুল (সাঃ) বলেন, মানুষের মাঝ থেকে যখন সুন্নাত উঠে যাবে এবং সুন্নাতের উপর টিকতে পারবে না।
তখন যে ব্যক্তি সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে সে ৫০ জন শহীদের মর্যাদা লাভ করবে।
এ সময় সাহাবীগণ জিজ্ঞেস করলেন, এরা কি তাদের মধ্যেকার শহীদ? তিনি বললেন, না বরং তোমাদের মধ্যেকার শহীদ।
(তাবারানী কাবীর হা/১০৩৯৪; সনদ সহীহ, সিলসিলা সহীহাহ হা/৪৯৪; সহীহুল জামে; হা/২২৩৪।)
আরো পড়ুন 👉যে সমস্ত পশু দ্বারা কুরবানী করা যায় না, কুরবানীর ফযীলত ও তার জরুরি মাসায়েল,
কুরবানীর সাথে আকিকা আদায় করা যাবে, কুরবানীর গোশত বন্টন করার হুকুম,কুরবানীর পশু জবাই করার শর্তাবলী
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

