(মুসলিমবিডি২৪ডটকম)

ষাঁড়ের লড়াই
কোরবানির ঈদ উপলক্ষে অনেক স্থানে কোরবানীর ষাঁড়ের অধিক মূল্য পাওয়ার আশায় মানুষ ষাঁড়ে ষাঁড়ে লড়াই বাঁধিয়ে থাকে।
এছাড়াও বিভিন্ন স্থানে মোরগ লড়াই বাঁধানো হয়।
হাদীস শরীফে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্তু-জানোয়ারের লড়াই বাঁধানোকে
নিষেধ করেছেন।
তাঁর এই নিষেধাজ্ঞার ফলে প্রাণী লড়াই, চাই তা যে প্রজাতিরই হোক না কেন তাদের পরস্পরের লড়াই
বাঁধানো নিষিদ্ধ।
তাছাড়া অকারণে ও অপ্রয়োজনে নির্বাচারে এইসব বোবা প্রাণীকে কষ্ট দেওয়া সুস্থ বিবেচনারও পরিপন্থী।
এইসব খেলায় কখনো কখনো জুয়া সম্পৃক্ত হতে দেখা যায়! ইহা আরেকটি হারাম কাজ। এর ফলে নামাজসহ অন্যান্য জরুরি কাজের প্রতি অবহেলার
মাধ্যমে আরও বহু গুনাহের কাজের সমাবেশ হতে থাকে। সুতরাং এই ষাঁড়ের লড়াই কোনোভাবেই বৈধ ও গ্রহণযোগ্য হতে পারে না।
আরও পড়ুন:👇
ইচ্ছা থাকলে উপায় হয়
বর্তমান সমাজের ঈদের জামাত
খতনা অনুষ্ঠান
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

