(মুসলিমবিডি২৪ডটকম) 
প্রশ্নঃ মেয়েদের মাথার চুল কাটা সম্পর্কে শরীয়তের কি বিধান রয়েছে?
বর্তমানে প্রচলিত বিউটি পার্লারে মেয়েদের যে চুল কাটা হয়, তা শরীয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ?
উত্তরঃ বালেগা মেয়েদের মাথার চুল কাটা জায়িয নয়। আদ-দুররুল মুখতার কিতাবে এ ধরনের মহিলাদেরকে পাপী ও অভিশপ্ত বলা হয়েছে।
নারীর মাথার চুল কাটার মধ্যে দুটি পাপ বিশেষভাবে উউল্লেখযোগ্যঃ (১) নারীর জন্য নরের সাদৃশ্য অবলম্বন করার গোনাহ।
(২) কাফির ও বিজাতীয়দের সাথে সাদৃশ্য অবলম্বন করার গোনাহ।
বর্তমানে প্রচলিত বিউটি পার্লার গুলো বিজাতীয়দের রীতি প্রভাবিত ও নানা রকম গুনাহের কেন্দ্র।
কাজেই কোন মুসলিম নারীর জন্য বিউটি পার্লারে যাওয়া এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য চুল ছোট করা জায়িয নয়।
[ প্রমাণঃ ফাতওয়ায়ে আলমগীরী, ৫/৩৫৮ # ফাতওয়ায়ে মাহমুদিয়া, ১১/৩৭৪, # ফাতওয়ায়ে শামী, ৬/৪০৭]আরো পড়ুন 👇👇👇
শাড়ি পরিধান করার শরয়ী বিধান, ছেলেরা মেয়েদের সাথে চ্যাট করা যায়েজ হবে কি,
নারীদের জন্য ইউটিউবে আলেমদের বয়ান শোনার বিষয়ে দেওবন্দের ফতোয়া, কিয়ামতের ক্ষূদ্রতম আলামতঃসুশিক্ষার অভাব মূর্খতার সয়লাব
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

