Breaking News
Home / বিশ্লেষণ ও গবেষণামূলক / বিশ্বজগতের সৃষ্টি উদ্দেশ্যহীন নয়

বিশ্বজগতের সৃষ্টি উদ্দেশ্যহীন নয়

(বিডি২৪ডটকম) বিশ্বজগতের সৃষ্টি উদ্দেশ্যহীন নয়

বিশ্বজগতের সৃষ্টি উদ্দেশ্যহীন নয়

কিছু মূর্খ আগেও মনে করেছে, এখনো মনে করে বিশ্বজগতের সৃষ্টির পিছনে কোন উদ্দেশ্য নেই। হয় এর পিছনে কোন স্রষ্টাই নেই,

কিংবা যিনি আছেন তিনি খেয়ালের বশেই সৃষ্টি করেছেন। তাদের মূর্খতাকে খণ্ডন করেই আল্লাহ তাআলা ইরশাদ করেন,

وما خلقنا السماء والارض وما بينهما باطلا. ذلك ظن الذين كفروا. فويل للذين كفروا من النار.

(অর্থ) আর আমি আকাশ ও পৃথিবী এবং উভয়ের মধ্যবর্তী কোনকিছু অযথা সৃষ্টি করিনি।

তা তো ঐ লোকদের ধারনা যারা কুফুরী করেছে। সুতরাং যারা কুফুরী করেছে তাদের জন্য বরবাদী হোক জাহান্নামের কারণে।

চিন্তা করে দে, এই যে সামান্য জ্ঞান-বুদ্ধির অধিকারী মানুষ, তারও তো প্রতিটি কাজের পিছনে কোন না কোন উদ্দেশ্য থাকে।

তো মানুষই যখন উদ্দেশ্য ছাড়া কোন কাজ করে না তখন এটা কিভাবে হতে পারে যে,

মহা প্রজ্ঞার অধিকারী আল্লাহ তাআলা এ বিশ্বজগৎ সৃষ্টি করবেন অযথা ও উদ্দেশ্যহীন!

বিশ্বজগত সৃষ্টির উদ্দেশ্য

না কিছুতেই তা হতে পারে না। নির্বোধই শুধু ভাবতে পারে এমন ভাবনা।

হ্যাঁ, আসল সত্য এই যে, সৃষ্টির পিছনে স্রষ্টার অবশ্যই মহান কোন উদ্দেশ্য রয়েছে।

কী সে উদ্দেশ্য? কেন বিশ্বজগতের সৃষ্টি? কেনই বা মানবজাতির সৃষ্টি?

আসমান-যমীন, চাঁদ-সূর্য, পাহাড়-পর্বত, নদী-সাগর-মহাসাগর, আলো বাতাস, আগুন, পানি, বৃক্ষলতা, ফল ও ফসল, পশু, ,

এককথায় বিশ্বজগতের ছোট বড় সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য, যাতে মানুষ পৃথিবীতে প্রাণ ধারন করতে পারে

এবং পরম পরিতৃপ্তির সঙ্গে জীবন যাপন করতে পারে।

আরো পড়ুন 👇👇👇

ভাস্কর্যের ইতিহাস,
বৃটিশ বিরোধী আন্দোলনের অকুতোভয় বীর সৈনিক টিপু সুলতানঃপর্ব২, হে বর্তমান যুগের আধুনিকা বোন তোমাকেই বলছি

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

হাদিয়া ও ঘুষের মধ্যে পার্থক্য কী?

(Muslimbd24.com) হাদিয়া ও ঘুষ এক নয়, হাদিয়া ও ঘুষের মধ্যে পার্থক্য বিরাট। হাদিয়া বা উপহার …

Powered by

Hosted By ShareWebHost