Breaking News
Home / কিয়ামত / কিয়ামতের ক্ষূদ্রতম আলামতঃসুশিক্ষার অভাব মূর্খতার সয়লাব

কিয়ামতের ক্ষূদ্রতম আলামতঃসুশিক্ষার অভাব মূর্খতার সয়লাব

(২৪ডটকম)

কিয়ামতের ক্ষূদ্রতম আলামত সুশিক্ষার অভাব মুর্খতার সয়লাব

আল্লাহ তা'আলা তার প্রিয় াল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান অর্জনের আদেশ করে বলেছেনঃ

قل رب زدني علما  বলুন হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বাড়িয়ে দিন।

ঐশী এই প্রত্যাদেশ পাল্থে  মহানবী সাঃ সময় শিখতেন এবং অপরকে শিখাতেন।

অপরদিকে মূর্খতা থেকে তিনি সর্বদা মানুষকে বারণ করতেন।

নিশ্চয়ই আল্লাহ অপছন্দ করেন,প্রত্যেক রুক্ষস্বভাবী,রাক্ষস,বাজারে হৈ হুল্লাড়ে অভ্যস্ত, দিনের বেলায় গাধা আর রাতে (আল্লাহর ইবাদত ছেড়ে)

মৃতের মত শয়নোম্মাদ এবং পার্থিব বিষয়ে জ্ঞানী কিন্তু আখেরাতের বিষয়ে গন্ডমুর্খ। – সহীহ ইবনে হিব্বান।

সমাজে (আখেরাতের বিষয়ে) মুর্খতা ছেয়ে যাওয়াকে কিয়ামতের নি বলে চিহ্নিত করা হয়েছে।

নবী কারীম স. বলেন, নিশ্চয়ই কেয়ামতের পূর্বমুহূর্তে (ইসলামী) জ্ঞান উঠে যাবে এবং মুর্খতা ছেয়ে যাবে  -বুখারী ৬৬৫৪/মুসলিম৬৯৫৯

অন্যত্র বলেন “এমন এক কাল আসবে, যখন মানুষ জানবে না- নামাজ কী! রোযা কী! সাদাকা কী!  –তাবারানী

অধিকাংশ মুসলিম দেশে আজকাল মুসলামানদের জ্ঞানের পরিধি  পর্যবেক্ষণ করলে দেখবেন যে,সবাই সামাজিক,অর্থনৈতিক বিষয়ে জ্ঞানী।

কিভাবে কম্পিউটার চালাতে হয়,মোবাইলের বাটন চাপতে হয়,কিভাবে গাড়ী চালাতে হয়-সবাই জানে।

কিন্তু যদি জিজ্ঞেস করেন “আল্লাহুস সামাদ”  কি অর্থ ? বলতে পারবে না।নামাজে সাহু সেজদা কখন কি ে দেয়া লাগে- জিজ্ঞেস করলে য় আসমান ভেঙে পড়বে।

এক লোক প্রশ্ন করলো নামাজ পড়ার জন্য কি করতে হয়? নাকি ওযু শুধু ফরজ নামাজের জন্য

প্রশ্নটি শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম।আরো আশ্চর্য হই, যখন জানতে পারি লোকটি ইউনিভার্সিটির থার্ড ইয়ারের ছাত্র।

এছাড়াও মুসলমানদের ৯৫% মানুষ আজ বিবাহ-তালাক,ও ক্রয়-বিক্রয় সংক্রান্ত মাসআলা সম্পর্কে অবগত নয়।

অথচ সামাজিক জীবনে এগুলো জআনা অপরিসীম। অর্থনৈতিক বিষয়ে অধিক সম্পৃক্ততা,অনর্থক বিষয়ের সিমাতিরিক্ত ব্যবহার।

জ্ঞানের মজলিসে অনুপস্থিতি এবং কোরআন+ হাদিস থেকে গাফেল থাকা এর প্রধান কারনকারন বলে আমি মনে করি।

End of the world (28)

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

কিয়ামতের আলামত চাপাবাজি প্রতিযোগিতা

কিয়ামতের আলামতঃ চাপাবাজি প্রতিযোগিতা

(মুসলিমবিডি২৪ডটকম) শরীয়ত সম্মত পন্থায় সম্পদ উপার্জনে দোষের কিছু নাই।জজ,উকিল,ও ব্যরিস্টারগন এ নিয়মেই বেতনভুক্ত চাকুরী করে …

Powered by

Hosted By ShareWebHost